নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-আসন্ন লোকসভা নির্বাচনে নজিরবিহীণভাবে বুদ্ধিজীবি মহল সাম্প্রদায়িকতা ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন করলেন।গত সপ্তাহের শেষেই ১০০ জন চিত্র পরিচালকের পর, নজিরবিহীনভাবে এবার ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন দেশের প্রায় ২১০ জন লেখক। অমিতাভ ঘোষ, জিত থাইল, অমিত চৌধুরি, অরুন্ধতী রায়, গিরিশ কারনাড, নবনীতা দেবসেন, অনিতা নায়ার, টিএম কৃষ্ণা, অরিজিৎ সেন, বামা, বিবেক শানভাগ, নয়নতারা সেহগাল, রোমিলা থাপার, উর্বশী বুটালিয়া, কে সচ্চিদানন্দ, নমিতা গোখলে সহ দুশো জনেরও বেশি লেখক ঘৃণার রাজনীতিকে ভোট না দিতে আবেদন করলেন সাধারণ মানুষকে। সোমবার এক বিবৃতিতে দেশের সাধারণ সচেতন, শান্তিকামী মানুষের উদ্দেশ্যে তাঁদের বার্তা, ভেদাভেদ ও অসাম্যের রাজনীতি সৃষ্টিকারী সরকারকে পরাজিত করা হোক।
ইংরেজি, বাংলা, মারাঠি, হিন্দি, গুজরাটি, মালায়ালম, উর্দু, তামিল, তেলেগু, কানাড়া ভাষায় তার দেশবাসীর উদ্দেশ্যে এই আবেদন রাখেন।
ওই বিবৃতিতে বলা হয়, শেষ কয়েক বছর ধরে বিশেষ সম্প্রদায়, জাতি, লিঙ্গ বা অঞ্চল বিচারে মানুষে মানুষে ভেদাভেদ করা হচ্ছে। হিংসার পরিবেশ সৃষ্টি করে নিগ্রহ করা হচ্ছে মানুষকে। এই হিংসার রাজনীতি আর তীব্র মেরুকরণের মাধ্যমে দেশকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করেন লেখকরা। তাদের এই অভূতপূর্ব বিবৃতিতে তারা আরও জানান, সংখ্যালঘু, আদিবাসী, দলিত, মহিলাদের বিরুদ্ধে চলমান এই সহিংসতাকে মোকাবিলা করার জন্য একটা কঠোর পদক্ষেপ দরকার। ‘ঘৃণার রাজনীতিকে ভোটে পরাস্ত করাটাই প্রথম পদক্ষেপ বলে সই করা এসব বরেণ্য লেখকগণ জানিয়েছেন।
দেশের এসব শ্রদ্ধাস্পদ ব্যক্তিগণ জানান, “আমাদের সংবিধান দেশের সমস্ত মানুষকে সম অধিকার, পছন্দ অনুযায়ী খাওয়ার স্বাধীনতা, নিজ বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করার স্বাধীনতা, পছন্দ অনুযায়ী বাস করার স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং সমালোচনার অধিকার দিয়েছেন”। কিন্তু গত ৫ বছরে আমরা দেখেছি মানুষকে গণপিটুনিতে হত্যা করতে, আমরা দেখেছি মানুষকে আক্রমণ, গুপ্ত হত্যা, জখম করতে, ন্যায়বিচার থেকে বঞ্চিত করতে শুধুমাত্র তাদের ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ভিন্নতার জন্য।
তাঁরা জানান, আসন্ন নির্বাচনে একত্রিত হয়ে বর্তমান পরিস্থিতির পরিবর্তন করা আশু প্রয়োজন। লেখকদের কথায়, তাঁরা চান না আর কোনও যুক্তিবাদী, লেখক বা সমাজসেবীর হত্যা হোক, লাঞ্ছিত হোন। কোনও পুরুষ বা মহিলা, আদিবাসী বা দলিত কাউকেই যেন আর হিংসাত্মক ঘটনার মুখোমুখি হতে না হয়। বিবৃতিতে লেখকরা জানান, তাঁরা ভারতের সাংস্কৃতিক ও ভৌগলিক অখণ্ডতা বজায় রাখার জন্য, দেশের গণতন্ত্র রক্ষার্থে একজোট হয়েছেন। অবিলম্বে হিংসার রাজনীতি বন্ধ করাই তাঁদের প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন লেখকরা।
উল্লেখ্য এর আগে দক্ষিণের ১০০ জন চিত্র পরিচালক এক বিবৃতিতে আবেদন জানিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে যেন কেউ বিজেপিকে ভোট না দেন। বিবৃতিতে তাঁদের আবেদন, দেশের সংবিধান ও অখণ্ডতা রক্ষা করতে, এই সরকারকে যেন আর ফিরিয়ে আনা না হয়,সে বিষয়ে সকলেই মত প্রকাশ করেন।
ভারতের সংস্কৃতি ,ঐতিহ্য গোটা বিশ্বে সমাদৃত তাই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে সকল বুদ্ধিজীবি সম্প্রদায় আবেদন করলেন ভোট দেওয়ার।