নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- পুরো রাজ্য জুড়ে সাইক্লোন বুলবুলের আতঙ্কে মানুষ বিপর্যস্ত। এই সব জায়গায় তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। রাজ্যের উপকূলে প্রবেশ করলো অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে স্থলভাগে প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বুলবুল। ঘূর্ণিঝড়ের গতিপথে রয়েছে সুন্দরবনের বদ্বীপ অঞ্চল। ইতিমধ্যেই এ রাজ্যের উপকূল এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। এ দিন সকাল থেকেই উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে পাল্লা বেড়েছে বৃষ্টি। ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়। এই প্রবল বিপর্যয়ের দিনে রায়দিঘীর মানুষেরাও আতঙ্কগ্রস্থ। সেই আতঙ্কগ্রস্থ মানুষের পাশে দেখা গেলো বাম নেতা কান্তি গাঙ্গুলীকে। ছাতা হাতে তিনি বেরিয়ে পড়েছেন এলাকার প্রত্যন্ত গ্রামের বাড়ি বাড়ি।
সাধারন মানুষ রায়দিঘীর বিধায়িকা দেবশ্রী রায়য়ের থাকার কথা বলছেন। সাধারণ মানুষ বলছেন, তাদের আপদে বিপদে তারা সব সময় কান্তি গাঙ্গুলীকে পাশে পান। কান্তি বাবু এলাকার সাধারণ কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন, এই বিপর্যয়ের সময় এলাকার সাধারণ মানুষের প্রয়োজনে সব সময় তাদের পাশে থাকার, এবং তিনিও সব সময় যোগাযোগে থাকবেন। নিজের দায়িত্ব ভোলেননি হেরে যাওয়া প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলী। সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে খবর করেছেন মানুষের অবস্থার। নিয়েছেন প্রয়োজনীয় আপৎকালীন উদ্যোগ। নদীর বাঁধের পাড়ে থাকা 200 টি অসহায় পরিবারের পাশে থেকে ব্যবস্থা করলেন তাদের নিরাপত্তার।