শ্রীমন্ত বাগ,অয়ন বাংলা,হূগলী:- “অতি শক্তিশালী ঘূর্ণিঝড়” “রাতেই আছড়ে পড়বে এরাজ্যে”——–
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল বেগে ধেয়ে আছড়ে ঘূর্ণিঝড় বুলবুল,রাতের মধ্যেই আছড়ে পড়বে এ রাজ্যে ঘূর্ণিঝড় বুলবুল,শনিবার সকাল থেকে বেশ কিছু জায়গায় পূর্ব মেদিনীপুর,কলকাতায়,উত্তর 24 পরগনা,দক্ষিণ 24 পরগনা,হাওড়া,হুগলি,এবং নদীয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে,উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে এবং তার প্রভাব যে কলকাতায় পড়বে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর,এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে,এই নিয়ে চিন্তিত হুগলীর তারকেশ্বর থানার অন্তর্গত বালিগোড়ী বাজারে ব্যবসায়ীদের মাথায় হাত এইভাবে বৃষ্টি হলে কি করে চলবে,মাছ ব্যবসায়ীদের শুরু করে আনাজ ব্যবসায়ীদের নারায়ন চন্দ্র দাস বলেন আগের তুলনায় লাভ পাওয়া যাচ্ছে না,জিনিসের দাম বেড়েছে,সেই কারণে আমদানি রপ্তানি বেশি কম হচ্ছে জানান,দোকানপাট বন্ধ রাখা হয়েছে সাত জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ,এছাড়াও অন্য দিনের তুলনায় রাস্তায় কোন মানুষকে দেখা যায় নি,দেখা যায়নি কোন বাস লরি যানবাহন——–‐——হুগলি তারকেশ্বর থেকে শ্রীমন্ত বাগের রিপোর্ট,