অয়ন বাংলা, মেদিনীপুর: ভয়াবহ দুর্ঘটনা ঘটল কাঁথি এগরা রাজ্য সড়কের তাজপুরের পাকারঘাটে কাছে। বোলোরো গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কার জেরে দিঘা থেকে মেদিনীপুরগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার মাঝেই উল্টে পড়ে।
দুর্ঘটনার জেরে বলেরও গাড়িটি রাস্তার পাশের একটি ক্যানেলে নেমে যায়। তবে বাসটি পুরোপুরি রাস্তার ওপরেই ১৮০ ডিগ্রী উল্টে পড়ে। বাসটি প্রচন্ড গতিতে থাকার জেরেই এমনটা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও এগরা থানার পুলিশও ছুটে আসে ঘটনাস্থলে। দুর্ঘটনাগ্রস্ত বাস ও ব্লাড ব্যাঙ্কের গাড়ি থেকে সমস্ত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরেই অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে।