লোকসভা ভোটের পর আবার ভোট কান্দীতে

Spread the love

মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এর দিন ক্ষণ ঘোষণা হয়ে গেল ।আগামী 20মে মুর্শিদাবাদ জেলার কান্দী ও নওদা বিধানসভার ভোট গ্রহণ করা হবে।2রা মে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ,3রা মে স্কুটিনি ।

Gazette_68_Kandi_SAR_29
এই নিয়ে কান্দী বিধানসভায় শুরু হয়েছে জোর তৎপরতা।
বর্তমান বহরমপুর লোকসভার প্রাত্থী অপূর্ব সরকার ছিলেন এই কান্দী এলাকার বিধায়ক।তিনি ইস্তফা দিয়ে ভোটে প্রার্থী হয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে ।বিধায়ক পদে ইস্তাফা দেওয়াই কান্দী বিধানসভায় এই উপর্নিবাচন হচ্ছে।এখন তৃণমূল আর কংগ্রেস উভয় দলই ব্যাস্ত এই উপনির্বাচনের প্রার্থী খূঁজতে।
আর আম জনতা লোকসভা ভোট দেওয়ার পর আবার আর একটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক কথায় কান্দী এলাকায় জমে উঠেছে ভোটের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.