সিবিআই তদন্তের দাবি প্রিয়াঙ্কার উন্নাওকাণ্ডের নির্যাতিতার মায়ের সড়ক দুর্ঘটনার মৃত্যুর জন্য

Spread the love

অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:-প্রিয়ঙ্কা গান্ধী উন্নাওকাণ্ডের নির্যাতিতার সড়ক দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন। রবিবার উন্নাওকাণ্ডের নির্যাতিতা আত্মীয় ও উকিল সহ রায়বেরিলির সংশোধনাগারে এক আত্মীয়র সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন৷ পথে একটি ট্রাক তাঁদের গাড়িকে সজোরে ধাক্কা মারে৷ এই ঘটনায় নির্যাতিতার মা ও কাকিমা মারা গিয়েছেন৷ গুরুতর আহত অবস্থায় লখনউয়ের কিং জর্জ হাসপাতালের ট্রমাসেন্টারে মৃত্যুর সঙ্গে লড়ছেন নির্যাতিতা ও তাঁর আইনজীবি৷ রবিবারই তাঁর পরিবার এই বিষয়ে বিধায়ক কুলদীপ সেঙ্গারকে দায়ী করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন৷ সোমবার তাঁরা পাশে পেলেন কংগ্রেসর সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢড়া গান্ধীকে৷ তিনি এই নিয়ে সিবিআই তদন্ত চাইলেন৷ অন্যদিকে হাসপাতালে তাঁদের সঙ্গে সিবিআই এর দল দেখা করতে গিয়েছেন৷ স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে এই বিষয়ে নির্যাতিতার পরিবার আলাদা করে সিবিআই তদন্ত চাইলে তাদের কোনও আপত্তি নেই৷ উল্লেখ্য উন্নাও এর স্থানীয় বিধায়ক কুলদীপ ও তাঁর ভাই সহ সাঙ্গপাঙ্গোদের বিরুদ্ধে উন্নাওয়ের এক তরুণী ২০১৮ সালে গণ ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে নিয়ে আসেন৷ এমনকী এর সুবিচারের জন্য তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে ধর্ণায় বসেছিলেন৷ এরপর কুলদীপকে ২০১৮ সালের ২৩ এপ্রিল পুলিশ গ্রেফতার করে৷

উন্নাওকাণ্ডে সিবিআইএর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলেন প্রিয়াঙ্কা বঢড়া গান্ধী৷ তাঁর প্রশ্ন, দুর্ঘটনার সময় কেন নির্যাতিতার সঙ্গে কোনও পুলিশ ছিল না৷ আদালতের নির্দেশে তাঁর সঙ্গে সবসময় দুজন মহিলা কনস্টেবল ও একজন সশস্ত্র দেহরক্ষি থাকার কথা৷ উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিং অবশ্য পুলিশের গাফিলতি মানতে চাননি৷ তাঁর সাফ কথা, গাড়িতে জায়গার অভাবে নির্যাতিতা নিজেই পুলিশ নেননি৷ এদিকে দুর্ঘটনার জায়গা লালগড় এর সার্কেল অফিসার লক্ষ্মীকান্ত গৌতম জানান, ওই ঘাতক ট্রাকটালক আশিস ও মালিককে গ্রেফতার করা হয়েছে৷ তাদেরকে ইতিমধ্যেই জেরা করা হচ্ছে বলে জানান তিনি৷ অবশ্য তিনি জানান, প্রাথমিকভাবে এটা দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে৷

নির্যাতিতার পরিবার ও প্রিয়াঙ্কা গান্ধী বিশ্বাস করেন এটা নিছক দুর্ঘটনা নয়৷ পরিবারের সাফ অভিযোগ, আমরা সংশোধনাগারে যাচ্ছি তা গ্রামের সাবই জানত৷ সেইসঙ্গে তাঁদের সাফ অভিযোগ, ভয় দেখিয়ে মামলা বন্ধের জন্য সেঙ্গারের বাই এমন ঘটনা ঘটিয়েছেন৷ প্রিয়াঙ্কার প্রশ্ন, ধর্ষণে অভিযুক্ত এক বিধায়ককে কেন এখনও বিজেপি দল থেকে বহিষ্কার করেনি? তাঁর কথায়, এটাই মোদীজির অচ্ছে দিনের নমুনা৷ তাঁর কথায়, এই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্ত করা উচিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.