CAA সমর্থন পেতে কতোটা ডেসপারেট হওয়া যায়,কত টা নীচে নামা যায় সেটা এই সরকার দেখাল

Spread the love

সমর্থন পেতে কতোটা ডেসপারেট হওয়া যায়

—- ময়ূখ রঞ্জন ঘোষ

অয়ন বাংলা :- কতটা নীচে নামলে গণতন্ত্রকে ধ্বংশ জরা যাবে ,তার প্রতিযোগিতায় মেতেছে এই সরকার । ভারতবর্ষের শাসক দল নাগরিক আইন সংশোধনের একটা বিল এনেছিলেন সংসদে। তারপর সেটা রাষ্ট্রপতি সই ও করে দেয়। তারপর থেকেই ভারতের বহু জায়গায় খেপে খেপে ইন্টারনেট বন্ধ করতে হচ্ছে, পুলিশকে লাঠিপেটা করতে হচ্ছে, গুলি চালিয়ে প্রতিবাদী মারতে হচ্ছে, বাস-ট্রেন জ্বলছে, ১৪৪ ধারা জারি করতে হচ্ছে, আমলা-কূটনীতিকদের দেশে বিদেশে বাকি সমস্ত কাজ ফেলে স্রেফ এটা বোঝাতে হচ্ছে যে ভারত শান্ত আছে আর এখানে সবাই আনন্দেই আছে! নো রাগ।

টুইটারে ইতিমধ্যে আপনারা জানেন শাসক ঘনিষ্ঠ কিছু প্রখ্যাত মানুষ অনলাইন পোল করেছিল. সিএএ- পক্ষে মানুষকে ভোট দিতে বলেছিল। সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে বিপক্ষে! যাতা কেস।


এবার শাসক দল ঘোষণা করেছে আপনারা সিএএ আর এনআরসির পক্ষে সমর্থন জানাতে পারেন একটি টোল ফ্রি নম্বরে মিসড কল মেরে। জায়গায় জায়গায় নেতারা সেই নম্বরটা বিজ্ঞাপিত ও করছেন। নম্বরটা 8866288662। কিছুদিন বাদে এই মিসড কলের সংখ্যা একটা ফাইলে এনে শাসক দেখাবে দেখুন ১০০কোটি কল এসেছিল সিএএ- এনআরসি র সমর্থনে।


আপনি “8866288662” এটুকু লিখে জাস্ট টুইটার -ফেসবুকে সার্চ মারুন একবার। নিজেই দেখুন নম্বরটি বীর আইটি সেল কী বলে চালাচ্ছে আর মানুষকে উৎসাহিত করতে মিসড কল মারতে। অবশ্য ওরা ও তো করে খাচ্ছে। প্রতি টুইট পিছু দুটাকা নাকি পায়,এরকমই শোনা যায়!

কোথাও মেয়ের ফেক প্রোফাইল খুলে লেখা হয়েছে, “আজ দুপুরে বড্ড একা লাগছে, কেউ আছো? ফোন করো 8866288662” আবার কেউ লিখেছে ফ্রিতে ১জিবি ইন্টারনেট পেতে মিসড কল মারুন 8866288662, অফার আজকের জন্য”। কেউ আবার লিখেছে “আমার এক বেয়াদব প্রেমিকা ছিল। ছেড়ে চলে গেছে। ভাইসব, ওর নম্বর 8866288662 পাব্লিক করলাম।”

কেউ বলছে নেটফ্লিক্স অনলাইনে দেবে, কেউ বলছে চাকরি পেতে মিসড কল মারুন। আবার কেউ বলছে বন্ধু পাতান এই নম্বরে কল করে।

কেউ দেখছি এটা বলছে না যে 8866288662 নম্বরটিতে ফোন করুন সিএএ আর এনআরসির সমর্থন করতে।

সমর্থন পেতে কতোটা ডেসপারেট হওয়া যায়? দেখে শিখুন। হতাশাগ্রস্ত বেকার যুবক, নেটফ্লিক্স, হটস্টারে বুঁদ হয়ে থাকা কিশোর, sex starved মধ্যবয়সীদের ফের একটা স্বপ্ন দেখিয়ে কাজ হাসিল করা যায় দেখুন।

পাকিস্তান, মুসলমান, মন্দির মসজিদের জুজু দিয়ে চিড়ে ভিজছে না তাই এবার ‘দুপুর বৌদি’, ‘একা অষ্ঠাদশী’র সুরসুরি দেওয়া। ইশ আমরা কি বোকা না?

©—— ময়ূখ রঞ্জন ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.