ওয়েব ডেস্ক:- এবার আসামে নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরুদ্ধে রাজভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন অসম ছাত্র সংস্থা আসু। সোমবার দুপুরে আসুর মুখ্য কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলে পা মেলান হাজার হাজার জনতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী গুয়াহাটিতে এই বিক্ষোভ মিছিলে সামিল হন।
সকলের একটাই দাবি, কেন্দ্র সরকারের নাগরিকত্ব সংশোধন বিল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাতিল করতে হবে এই বিল। বিলটি কার্যকর হলে নিজেদের সত্ত্বা হারাবে আসাম ও অসমীয়ারা।
উল্লেখ করা যেতে পারে, সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই নাগরিকত্ব বিল সংশোধনী আইন নিয়ে আসতে চলেছে সরকার। এই বিলে প্রধানত ১৯৭১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পড়শী দেশ থেকে ধর্মীয় কিংবা সামাজিক নির্যাতনের স্বীকার হয়ে যারাই এদেশে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে শুধু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে। আর তাতেই প্রবল আপত্তি আসুর। ১৯৭১ সালের পর আসা কাউকেই থাকতে দিতে নারাজ সংগঠনটি।