ওয়েবডেস্ক:-টানটান উত্তেজনায় রাজ্যসভায় পেস হল CAB বিল ।লোকসভায় পাস হয়ে গিয়েছে, আজ রাজ্যসভায় পেশ হল নাগরিকত্ব বিল। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভা নিয়ে চিন্তিত ছিল বিজেপি সরকার। এখানে কীভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়েছিল। কিন্তু বিল পেশের আগেই স্বস্তি পেল বিজেপি। কারণ অসুস্থতার কারণে ছুটি পেয়েছেন ৪ সাংসদ, ফলে বিজেপি জন্য ম্যাজিক ফিগার ১২১ থেকে কমে হল ১১৯!
অসুস্থতার কারণে এদিন অনুপস্থিত রয়েছেন, ২ নির্দল সাংসদ, ১ বিজেপি এবং ১ এনসিপি সাংসদ। এই ৪ সাংসদের না থাকার কারণে ম্যাজিক ফিগার কমে দাঁড়িয়েছে ১১৯। বিজেপির তরফে অবশ্য আগেই দাবি করা হচ্ছিল যে, ১২১ ম্যাজিক ফিগারও তাদের জন্য চাপের হবে না, কারণ তাদের সমর্থন রয়েছে। বিজেপির স্পষ্ট দাবি, এই নাগরিকত্ব বিলের পক্ষে রাজ্যসভায় ১২৫ জন সাংসদ রয়েছে! ম্যাজিক ফিগার কমে যাওয়ার ফলে তাদের পোয়াবারো হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যসভায় ক্যাব নিয়ে এই আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে ৬ ঘণ্টা।
সংসদে এই নাগরিকত্ব বিল পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমেই বলেন যে, শরণার্থীদের কোনও চিন্তার কারণ নেই, তাঁরা তাঁদের অধিকার পাবেন। বিজেপির পিছনে যে জনসমর্থন রয়েছে তাও হুঙ্কারের সুরে বলেন তিনি। পাশাপাশি এও জানিয়ে দেন, ভোটের আগে বিজেপি স্পষ্টত জানিয়েছিল যে ক্ষমতায় এলে তারা নাগরিকত্ব বিল নিয়ে আসবে, এখন তাঁরা তাই করছে। নির্বাচনের পর বিজেপি অন্য কোনও রাজনীতি করছে না বলেও মন্তব্য করেন অমিত শাহ।
সৌজন্য :-মহানগর