কলকাতা পুরসভার ভোট ১৯ ডিসেম্বর, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের
নিউজ ডেস্ক :- জট কাটলো কলকাতা পুরভোটের, ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪ টি ওয়ার্ডের পুর নির্বাচন। বেলা ১২ টায় সৌরভ দাস সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত।
২২ ডিসেম্বর ভোট গণনা। আজ থেকেই জারি আদির্শ আচারন বিধি। হাওড়ার ভোট এখনই হচ্ছেনা। এমনটাই জানানো হয় কমিশনের তরফে।
কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় নির্বচান অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ১৯ ডিসেম্বর নির্বাচন করারর জন্য রাজ্য সরকারের তরফে সুপারিশ করা হয়েছিল। রাজ্যের কথাতেই মূলত সায় দিল নির্বাচন কমিশন। তবে রাজ্য নির্বাচন কমিশন কেবল কলকাতা পুরভোটের তারিখ নির্ধারণ করেছে।
কলকাতা পুরসভার নির্বাচনে প্রার্থী হওয়ার মনোনয়ন জমার শেষ তারিখ ১ ডিসেম্বর। ২ ডিসেম্বর হবে স্ক্রুটিনি। মনোনয়নে ভুলভ্রান্তি আছে কিনা তা খতিয়ে দেখবে কমিশন। তার পর ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা পুরভোট। ফল বেরবে ২১ ডিসেম্বর।
আরও পড়ুন:যান চলাচল বন্ধ থাকা রণগ্রাম ব্রিজ নতুন করে তৈরির দাবিতে পথে অধীর
উল্লেখ্য, মেয়াদ শেষ হলেও রাজ্যে ২০১৮ সালের পর থেকে পুরভোট হয়নি। রাজ্যের মোট ১১৬ টি পুর নিগম ও পুরসভার ভোট বাকি ।