রাতে রাস্তায় গাড়ি গ্যারেজ অবৈধ, দৃষ্টি দিতে নির্দেশ কাউন্সিলরদের
পরিমল কর্মকার (কলকাতা) : কলকাতা শহরের মূল রাস্তা, এমনকি পাড়ার অলি-গলি, তস্য গলিতেও দেখা যায় — গ্যারেজহীন গাড়ির মালিকরা রাত্রিবেলা তাদের চার চাকা গাড়িকে বাড়ির সামনেই রাস্তায় কিংবা কাছাকাছি রাস্তায় পার্কিং করিয়ে রাখেন। শুধু রাতের বেলায়ই নয়, অনেক সময় দিনে-দুপুরেও পার্কিং লট ছাড়াই পাড়ায় এবং রাস্তার যেখানে সেখানে একশ্রেণীর গাড়িকে পার্কিং করা অবস্থায় দেখা যায়। এজন্য অযথা জ্যাম-জটের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। এব্যাপারে এক প্রশ্নের উত্তরে কলকাতা পুরসভার পার্কিং দফতরের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, এই ধরনের পার্কিং সম্পূর্ন অবৈধ। তবে গ্যারেজহীন গাড়ি রাতে রাস্তায় রাখতে গেলে পুরসভার অনুমতি নিতে হয়। এজন্য গাড়ির মালিককে মাসিক, বার্ষিক এমনকি ছ’মাসের জন্য পার্কিং ফিঃ দিয়েও গাড়িকে রাস্তায় রাখা যায়। অন্যথায় বেআইনি পার্কিংয়ের জন্য রাস্তায় গাড়ি ধরলেই কলকাতা পুরসভার পক্ষ থেকে ১ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
কলকাতা পুর এলাকায় গ্যারেজহীন গাড়িকে রাতে রাস্তায় রাখার অনুমতি নিতে গেলে মাসিক, বার্ষিক কিংবা ছ’মাসের জন্য কত টাকা পার্কিং ফি: দিতে হয — এমনই এক প্রশ্নে তিনি বলেন, মাসিক পার্কিং চার্জ ৫০০ টাকা হিসেবে মোট ১ বছরের টাকা অগ্রিম জমা দিতে হয়। আর যদি ৬ মাসের জন্য কেউ গাড়ি পার্কিং করতে চায় এক্ষেত্রেও অগ্রিম টাকা জমা করতে হয়। তখনই পুরসভা গাড়ির সামনে ও পিছনে স্টিকার লাগিয়ে দেয়। এই ব্যবস্থাকেই পুরসভা বৈধ পার্কিং বলে গণ্য করে। এইসঙ্গেই তিনি সমস্ত কাউন্সিলরদের নির্দেশ দেন, তাদের ওয়ার্ডে এই ধরনের বেআইনি পার্কিং দেখলেই তারা যেন অবিলম্বে পুরসভাকে অবগত করেন।