নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- ক্যারাটে চ্যাম্পিয়া শিপে জয় জয়াকার মুর্শিদাবাদ জেলার ক্ষুদে ক্যারাটে চ্যাম্পিয়ানদের । পঞ্চম অন্তরাষ্ট্রিয় কারাটে চ্যাম্পিয়নশিপ 2019 জিয়াগঞ্জ আজিমগঞ্জ এর জয় জয় কার সাত জন খেলোয়াড় তেরো টি মেডেল পেয়ে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে যেমন আট বছরের বালক বিভাগে শাহেনশাহ হোসেন প্রথম স্থান অধিকার করেছে (কাতাতে) গোল্ড মেডল দশ বছরের শুভদীপ ধর (কাতা ও কুমিতে ) দুটি সিলভার মেডেল,এগারো বছরের নুর আলম সেখ (কাতা ও কূমিতে) গোল্ড ও সিলভার মেডেল , বারো বছরের অরিন্দম বনিক (কাতা ও কুমীতে ) সিলভার ও ব্রঞ্চ , তেরো বছরের বিপ্রপ্রতিম সিংহ (কাতা ও কুমিতে) ব্রঞ্চ ও গোল্ড, বালিকা বিভাগে সাত বছরের অন্তরিকশ চন্দ্র (কাতা ও কূমীতে) সিলভার ও ব্রঞ্চ , আট বছরের প্রীয়ন্সি সিংহ রায় (কাতা ও কূমীতে) ব্রুঞ্চ ও সিলভার, খেলোয়াড় শাহেনশাহ হোসেন এর বাবা পেশায় ফেরিওয়ালা মোহাম্মদ সেলিম বলেন ফেরি করে সংসার চালাতেই খুব কষ্ট তার মধ্যে ছেলের পড়াশোনা ও কারাটে শেখাতে দিন রাত পরিশ্রম করে চলেছি , আমি খুবই আনন্দিত , কোচ- মিঠুলাল রায় কে জানাই অসংখ্য ধন্যবাদ ।
কোচ- মিঠুলাল রায় বলেন কারাটে শেখানোর জন্য ইনডোর প্লে গ্রাউন্ড প্রয়োজন সেটা (বি এস এ) ক্লাব এ নেই জিয়াগঞ্জ- আজীমগঞ্জ পৌরসভা’ র কাছে অনুরোধ যে কারাটে খেলা’ র জন্য জিয়াগঞ্জ- আজিমগঞ্জ এলাকা বালক- বালিকা দের কারাটে প্রশিক্ষণ এর জন্য স্থায়ী প্লে গ্রাউন্ড করে দেওয়া হোক ও অন্তরাষ্ট্রীয় পুরষ্কৃত বালক- বালিকা দের কে সংবর্ধনা দেওয়া হোক।ক্ষুদে ক্যারাটে চ্যাম্পিয়ানদের । পঞ্চম অন্তরাষ্ট্রিয় কারাটে চ্যাম্পিয়নশিপ 2019 জিয়াগঞ্জ আজিমগঞ্জ এর জয় জয় কার সাত জন খেলোয়াড় তেরো টি মেডেল পেয়ে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে যেমন আট বছরের বালক বিভাগে শাহেনশাহ হোসেন প্রথম স্থান অধিকার করেছে (কাতাতে) গোল্ড মেডল দশ বছরের শুভদীপ ধর (কাতা ও কুমিতে ) দুটি সিলভার মেডেল,এগারো বছরের নুর আলম সেখ (কাতা ও কূমিতে) গোল্ড ও সিলভার মেডেল , বারো বছরের অরিন্দম বনিক (কাতা ও কুমীতে ) সিলভার ও ব্রঞ্চ , তেরো বছরের বিপ্রপ্রতিম সিংহ (কাতা ও কুমিতে) ব্রঞ্চ ও গোল্ড, বালিকা বিভাগে সাত বছরের অন্তরিকশ চন্দ্র (কাতা ও কূমীতে) সিলভার ও ব্রঞ্চ , আট বছরের প্রীয়ন্সি সিংহ রায় (কাতা ও কূমীতে) ব্রুঞ্চ ও সিলভার, খেলোয়াড় শাহেনশাহ হোসেন এর বাবা পেশায় ফেরিওয়ালা মোহাম্মদ সেলিম বলেন ফেরি করে সংসার চালাতেই খুব কষ্ট তার মধ্যে ছেলের পড়াশোনা ও কারাটে শেখাতে দিন রাত পরিশ্রম করে চলেছি , আমি খুবই আনন্দিত , কোচ- মিঠুলাল রায় কে জানাই অসংখ্য ধন্যবাদ । কোচ- মিঠুলাল রায় বলেন কারাটে শেখানোর জন্য ইনডোর প্লে গ্রাউন্ড প্রয়োজন সেটা (বি এস এ) ক্লাব এ নেই জিয়াগঞ্জ- আজীমগঞ্জ পৌরসভা’ র কাছে অনুরোধ যে কারাটে খেলা’ র জন্য জিয়াগঞ্জ- আজিমগঞ্জ এলাকা বালক- বালিকা দের কারাটে প্রশিক্ষণ এর জন্য স্থায়ী প্লে গ্রাউন্ড করে দেওয়া হোক ও অন্তরাষ্ট্রীয় পুরষ্কৃত বালক- বালিকা দের কে সংবর্ধনা দেওয়া হোক।