মহা সমারোহে ঝুনকা হাই মাদ্রাসার শতবর্ষ উদযাপন  

Spread the love

মহা সমারোহে ঝুনকা হাই মাদ্রাসার শতবর্ষ উদযাপন

নিজস্ব সংবাদদাতা,বেলডাঙ্গা:-    শতবর্ষ উপলক্ষে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ঝুনকা হাই মাদ্রাসায় ১৫ ও ১৬ ই ফেব্রুয়ারি দু’দিন ধরে মহা সমারোহে উদযাপিত হলো বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। দু’দিনের অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার শিক্ষা পরিদর্শক শ্রী অমর কুমার শীল সহ জেলার শিক্ষা দপ্তর, সংখ্যালঘু দপ্তর ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মাদ্রাসা বোর্ডের সদস্য মহ: আনসার আলি ও আমিনুল ইসলাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক সেলিম মহ: সালেহ, মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক শ্রী চন্দন কুমার দাস, সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও মাদ্রাসার প্রশাসক শ্রীমতি অমৃতা বিশ্বাস ও আরো অনেকে।

প্রাকস্বাধীনতা কালের বৃটিশ ভারতে ১৯২২ সালে গ্রামের কিছু বিদ্যোৎসাহী মানুষ তাদের অর্থ ও শ্রমের বিনিময়ে এলাকায় শিক্ষার আলো জ্বালতে একটি জুনিয়ার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। তাদের প্রতিষ্ঠিত সেই শিক্ষা প্রতিষ্ঠান ক্রমে বড়ো হতে হতে গত শতাব্দীর ষাটের দশকে মাধ্যমিক ও ২০০৯ সালে উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে এই মাদ্রাসার বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা প্রায় দু’হাজার এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী মিলিয়ে ৩২ জন স্টাফ। মাদ্রাসার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি শিক্ষক মনিরুদ্দিন খান জানান, গত বছর ২৮ শে ডিসেম্বর তারিখে ‘শতবর্ষে শতজনের রক্তদান’ অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষের অনুষ্ঠানের সূচনা হয়েছিল। এবছর ২৩ শে জানুয়ারি জেলা সদর বহরমপুর সহ বেলডাঙার নানা গ্রামে বর্ণময় ট্যাবলো পরিক্রমা ও শোভাযাত্রার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান করা হয়েছিল। উল্লেখ্য, ভারতের স্বাধীনতা সংগ্রামে নিয়োজিত বিপ্লবী অনুশীলন সমিতির প্রথম মুসলিম মহিলা সদস্যা রাহিলা খাতুনের জন্ম ঐতিহ্যময় এই ঝুনকা গ্রামে। অনুষ্ঠানে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
প্রধানশিক্ষক মহ: কামারুজ্জামান শেখ জানান, শতবর্ষ প্রাচীন এই মাদ্রাসা থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, মাদ্রাসা বোর্ডে স্থান অর্জনকারী, সফল ব্যবসায়ী পড়াশোনা করে তারা এই মাদ্রাসার সুনাম বৃদ্ধি করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.