নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এর শতবর্ষ উৎসব
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫শে ডিসেম্বর: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বিগত ১০০ বছর ধরে সারা ভারতবর্ষে বাংলা সাহিত্যচর্চায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবছর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শত বর্ষ উৎসব উদযাপিত হচ্ছে কলকাতার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রাঙ্গনে ।অনুষ্ঠান উপলক্ষে সারা ভারতবর্ষের সাহিত্য প্রেমীদের ভিড় উপচে পড়েছে।
বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান ।শোভাযাত্রা নিবেদিতা ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে হুডকো মোড়, রবীন্দ্র তীর্থ, বিশ্ব বাংলা পরিক্রমা করে শেষ হয় ইউনিভার্সিটিতে। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় সচিব অনিল ধর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মঞ্চের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল সি ,ভি , আনন্দ বোস। উপস্থিত ছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ,ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, পন্ডিত অজয় চক্রবর্তী ,লোকসভার প্রাক্তন অধ্যক্ষ শ্রীমতি মীরা কুমার সহ আরো অনেক বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশ থেকে আগত প্রায় কুড়ি জন প্রতিনিধি। অস্ট্রেলিয়া ,ডেনমার্ক, ইংল্যান্ড ও আমেরিকা থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠান মঞ্চকে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। সারা ভারত বর্ষ থেকে আগত বাংলা সাহিত্য প্রেমীদের উপস্থিতি অনুষ্ঠান মঞ্চকে মুখরিত করে রেখেছিল। আগামী ২৭শে ডিসেম্বর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে গান, কবিতা ,সাহিত্য পাঠ, আবৃত্তি আলোচনায় অনুষ্ঠান মঞ্চ ভরে থাকবে বলে জানান আয়জাকরা।