ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণায় চমক জেলা বামফ্রন্ট-এর

Spread the love

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণায় চমক জেলা বামফ্রন্ট-এর

ওয়েব ডেস্ক,অয়ন বাংলা নিউজ, পশ্চিম মেদিনীপুর :-

পঞ্চায়েত নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। আগামী ৮ই জুলাই পঞ্চায়েত ভোট। নির্বাচনী ঘোষনা শুরু হওয়ার পরেই প্রার্থীর তালিকা ঘোষণায় শাসক থেকে বিরোধী দলের তৎপরতা শুরু হয়েছে।তবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এর প্রার্থী ঘোষণায় সবচেয়ে এগিয়ে লাল বাহিনী।
পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে তাই এক মুহূর্তও সময় নষ্ট করতে নারাজ জেলা বামফ্রন্ট শিবির। নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পরেই জেলা পরিষদের আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিল পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট।কয়েকটি সংরক্ষণ আসন বাদ দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পার্টি অফিসে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বামফ্রন্টের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়।জেলার ৬০টি জেলা পরিষদ আসনের ৫৫-টিতে প্রার্থী দিতে চলেছে সিপিআইএম। বাকি ৫-টিতে পার্থী দেবে সিপিআই।
অন্য দিকে জেলার দাসপুর সহ বিভিন্ন এলাকায় ভোটের কাঠি পড়ার প্রথম দিনেই মনোনয়ন জমা দেওয়ার নিরিখে এগিয়ে জেলা বামফ্রন্ট। একইসঙ্গে, সবার আগে জেলা পরিষদ প্রার্থীদেরও নাম ঘোষণা করে দিয়েছে লাল শিবির।
এবারের পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের সাথে কার্যত জোট না করে দিয়েছে কংগ্রেস। আর তা স্পষ্ট করে একাই পঞ্চায়েত ময়দানে লড়াই করার বার্তা দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। তারপরেই চমক দিলো জেলা বামফ্রন্ট। বামফ্রন্টের প্রার্থীতালিকা ঘোষণার দিন উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলার প্রথম সারির নেতৃত্ব তথা রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, অশোক সেন,জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।
বামফ্রন্টের প্রার্থী আসনের মধ্যে রয়েছেন একাধিক চমক! পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়,কেশিয়াড়ি, ঘাটাল দাসপুর, খড়গপুর ১ ও ২, মেদিনীপুর সদর কেন্দ্রে জেলা পরিষদের প্রস্তাবিত নাম ঘোষণা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে গড়বেতা পূর্ব কেন্দ্রের আসনে প্রবীণ সিপিএম নেতা কৃষ্ণপদ দুলে এর ওপরেই ভরসা রেখেছেন সিপিআইএম। প্রসঙ্গত তিনি ওই কেন্দ্রেই তিন বারের বিধায়ক ছিলেন।এছাড়াও শালবনি কেন্দ্র থেকে কুড়মি সম্প্রদায়ের জগন্নাথ মাহাতোকে সিপিএম জেলা পরিষদের প্রার্থী করেছে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে সুশান্ত ঘোষ বলেন, “শাসকদল এক দফা নির্বাচন করে পুলিশ দিয়ে যতই ভোট লুঠ করার চেষ্টা করুক না কেন,মানুষ এর জবাব দেবে। দুর্নীতিবাজ ও লুঠেরা সরকারের বিরুদ্ধে মানুষ এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তৃনমূলের একাধিক দুর্নীতিতে রাজ্যের মানুষ যেভাবে বঞ্চিত হয়েছেন তার রায় পঞ্চায়েত ভোটেই মানুষ বুঝিয়ে দেবেন।” পাশাপাশি কেন্দ্র সরকারকেও একহাত নিয়ে সুশান্ত বলেন,শাসকের দুর্নীতিতে কেন্দ্র সরকারের মদত রয়েছে।রাজ্য এবং কেন্দ্র সরকার তাদের মধ্যে নিজস্ব বোঝাপড়া ও আতাত রয়েছে। তাই বিকল্প হিসেবে মানুষ বামফ্রন্টকেই বেছে নেবে বলে আশাবাদী জেলা সম্পাদক সুশান্ত ঘোষ এর।জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে নমিনেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নির্বাচনী প্রচার শুরু করা হবে।
বলাই বাহুল্য, পঞ্চায়েত নির্বাচনে নির্ঘন্ট প্রকাশের পরেই তৃণমূল বিজেপি কংগ্রেসকে ছড়িয়ে আগে ভাগেই প্রার্থী তালিকা ঘোষণায় চমক দিলো জেলা বামফ্রন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.