নিউজ ডেস্ক :- দীর্ঘ ১৮ দিন ধরে চলা কৃষক আন্দোলনে এ পর্যন্ত বহু আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের ক্রীড়া ব্যক্তিত্ব, সাহিত্যিক রাজনীতিবিদ, সমাজকর্মী এবং প্রশাসনিক ব্যক্তি সমর্থন দিয়েছেন। অনেকে সরাসরি আন্দোলনে স্থলে এসে কৃষকদের সঙ্গে যোগদান করেছেন, অনেকে সরকার থেকে দেওয়া পুরস্কার এবং সম্মান ফেরত দিয়েছেন, অনেকে মন্ত্রিত্ব এবং রাজনীতি ছেড়ে দিয়েছেন। এবার কৃষক আন্দোলনের সমর্থনে চণ্ডীগড়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিজন লাখবিন্দর সিংহ জাখার ইস্তফা দিলেন তার পদ থেকে।
৫৬ বছর বয়সি এই ডিআইজি বলেন, “আমি আমার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি এবং সমস্ত আনুষাঙ্গিক নিয়মাবলী সম্পন্ন করেছি আশা করি আমার ইস্তফা পত্র গ্রহণ করতে কোন কোন সমস্যা হবে না।”
তিনি বলেন, “আমি প্রথমে একজন কৃষক তারপর পুলিশ আধিকারিক। আমি আজ যে পদে আছি তার কারণ আমার বাবা ক্ষেতে কাজ করেছিলেন এবং আমাকে পড়াশোনা করিয়ে ছিলেন তাই আমি আমার সবকিছুর জন্য কৃষির প্রতি ঋণী।”
তিনি আরো বলেন, আমার ৮১ বছর বয়সী প্রবীণ মা আমাকে ইস্তফা দিতে উৎসাহিত করেছেন। তিনি আমার আন্দোলনরত কৃষক ভাই এবং বোনদের ব্যাপারে আমার মতামত জিজ্ঞাসা করলে আমি তার চোখের দিকে তাকাতে পারিনি তাই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।
এভাবে ব্যাপক সমর্থন পেয়ে এগিয়ে যাচ্ছে কৃষক আন্দোলন কিন্তু অনড় কেন্দ্র। কয়েকটা সংশোধনীতে সায় দিতে পারে কেন্দ্র সরকার কিন্তু কোনমতেই বিল প্রত্যাহার করবে না তারা এটাই জানা যাচ্ছে। তবে এর শেষ কোথায় সেটা কেবল সময়ই বলতে পারবে।