নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা, নদীয়া:এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়া চাপড়া থানার অন্তর্গত মহৎপুর এলাকায়।মৃত যুবকের নাম মনিরুল সেখ( ৩০), বাড়ি ধুবুলিয়া থানার পন্ডিতপুর। পরিবার সূত্রে জানা গেছে,গতকাল রাত থেকে নিখোঁজ ছিল । আজ সকালে চাপড়া থানার মহৎপুর গ্রামে জলঙ্গি নদীর ধারে একটি কলা বাগানের ভিতর মৃত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা চাপড়া থানায় খবর দেয় ।পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবু তাকে মৃত বলে ঘোষণা করেন । ডাক্তার বাবু প্রাথমিক ভাবে জানিয়েছে সানস্ট্রোকে মৃত্যু হতে পারে । মৃত্যুর সঠিক কারন জানতে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে ।