অয়ন বাংলা,নদীয়া:চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর আসে পাচারের উদ্দেশ্যে গাছ কাটা হচ্ছে। খবর পেয়েই ঘটনা স্থলে ছুটে যায় চাপড়া থানার পুলিশ ইটেবেরের কাছে মাঠে রাস্তার দিয়ে পাচারকারীরা একটি পিকআপ ভ্যানে করে চোরাই কাঠ গুলো নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। পুলিশের গাড়ি দেখেই তারা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছু তারা করে মাঠে রাস্তায় কিছু দূর যাওয়ার পর কাঠ ভর্তি গাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা । কাঠ সহ গাড়িটি কে আটক করেছে চাপড়া থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই সীমানগরের সরকারি বনাঞ্চলের গাছ কেটে পাচার করা হচ্ছে । গ্রামবাসী দের অভিযোগ বন কর্মীদের একাংশের যোগসাজশে এই পাচার কার্য চলছে । পুলিশ সূত্রে জানা গেছে, দশথেকে বারোটি সেগুন কাঠের লগ উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা এই ঘটনার সঙ্গে জড়িত পাচারকারীদের খোঁজ শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি।