নদীয়া সীমান্তে বিপুল পরিমাণ ডলার ও সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ জওয়ানরা
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা, নদীয়া: নদীয়ার চাপড়া সীমান্ত রক্ষী বাহিনীর ৮১নং ব্যাটালিয়নের জওয়ানেরা । বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করল তারা । ধৃত ব্যক্তি বুদ্ধদেব বিশ্বাস, চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা।সূত্রের খবর আজ সকালে চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুরে ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারা দিচ্ছিল সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা । সেই সময় পাচারকারীর একটি প্যাকেট কাঁটাতারের ওপারে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে আগে থেকেই ওৎ পেতে বসে ছিল সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা । ফলে ঐ ব্যক্তি পাচারের চেষ্টা করতেই প্যাকেট সহ তাকে ধরে ফেলে তারা । ঐ প্যাকেট থেকে বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও সোনার বিস্কুট উদ্ধার হয়। ৮টি সোনার বিস্কুট ,একটি সোনার বাট ও ৩৭২টি আমেরিকান ডলার উদ্ধার হয়েছে।উদ্ধার হওয়া সোনা ও আমেরিকান ডলার বাজেয়াপ্ত করে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।