নিউজ ডেস্ক :- আধার কার্ডের নাম ঠিকানা ও বয়স পরিবর্তন করতে হলে মেনে চলতে হবে কিছু নতুন নিয়ম। যদিও এগুলোর সংশোধন করা এখন আগের থেকেও অনেক সহজ করে দেওয়া হয়েছে যেমন কারো মোবাইল নম্বর বা আধার কার্ড এর ছবি বদলাতে হলে কোনো নথি লাগবে না। যদিও আধার কার্ড সম্পর্কিত কোন তথ্য আপডেট করার জন্য দিতে হবে ১০০ টাকা। কিন্তু যদি কেউ নিজের বাড়ির ঠিকানা বা লিঙ্গ বদলাতে চায় সে ক্ষেত্রে তাঁকে দিতে হবে মাত্র ৫০ টাকা।
UIDAI আরো টুইট করে জানায় যে আধার সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়া যেতে পারে বা তাঁদের নিজস্ব ওয়েবসাইতে আপডেট করা যেতে পারে। তবে উল্লেখযোগ্য ব্যাপার এই যে কারও নাম, বাড়ির ঠিকানা বা জন্মতারিখ সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য নথি জমা দিতে হবে।
পরিচয়পত্র হিসেবে ৩২টি নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। বাড়ির ঠিকানার প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ৪৫টি নথি। জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ১৫টি নথি।যদিও এগুলোর মধ্যে যেকোনো একটাই দিলেই হবে। তবে খেয়াল রাখতে হবে যে এই সংশোধন বা আপডেট বার বার করা যাবে না। ফলে এই ব্যপার মাথায় রাখতে হবে।