ছত্রান্বেষী : “শহরের নতুন গোয়েন্দা দল ” বর্তমান সময়ের খুব প্রাসঙ্গিক এক নাটক

Spread the love

ছত্রান্বেষী : শহরের নতুন গোয়েন্দা দল

আনিসুর রহমান :-   গত ৯ই ফেব্রুয়ারী ২০২০ সন্ধ্যা বেলায় শিশির মঞ্চে অভিনীত হল কোলকাতা রঙ্গশীর্ষ নাট্য দলের প্রযোজনা “ছত্রান্বেষী”। হ্যাঁ একদম ঠিক পড়েছেন “সত্যান্বেষী” নয় “ছত্রান্বেষী”। এই ছত্রান্বেষীর কাজ হলো ছাতা চোর ধরা ও সত্য উদ্ঘাটন করা। আপনারা যদি প্রহসন নাটক পছন্দ করেন তবে অবশ্যই আপনাদের কলকাতা রঙ্গশীর্ষের এই “ছত্রান্বেষী” নাটকটি দেখতে হলে যেতেই হবে। এটি একটি বিশুদ্ধ হাস্যরসে সমৃদ্ধ নাটক। মূল নাটকটি রচনা করেছেন শ্যামল চক্রবর্তী। নাটকটির পরিমার্জনা ও নির্দেশনায় ছিলেন মনোজিৎ মিত্র। এটি বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক একটি নাটক। নির্দেশকের নেতৃত্বে এক ঝাঁক নতুন ছেলে মেয়ে মন খুলে যথেষ্ট এনার্জেটিক ভাবে এই নাটকটি উপস্থাপনা করেছে। নাটকটির পটভূমি ও উপস্থাপনা দুটোই মনোগ্রাহী। শুধু মাত্র মূখ্য চরিত্র নয়, পার্শ্ব ‌চরিত্র গুলিও নিজেদের অভিনয় দিয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। প্রত‍্যেকটি চরিত্রে যথেষ্ঠ অভিনয় প্রতিভা‌ দেখানোর সুযোগ রয়েছে। নাটকটির মূল বিষয় বস্তু একটি পাচারকারীকে হাতে ‌নাতে ধরাকে ঘিরে।

নাটকে একজন বয়স্ক ভদ্রলোক‌ বৈদেহ বাবুর পূর্ব পুরুষের নিদর্শন লর্ড কর্নওয়ালিসের দেওয়া একটি ছাতা চুরি হয়ে যায়। এরপর তিনি একে একে সারা শহরের লোকজনদের ছাতা চোর হিসেবে সন্দেহ করতে থাকেন। সন্দেহের তালিকা থেকে পাড়া পড়শি কেউই বাদ পড়েনা । শেষে পাড়ার কিছু কম বয়সী ছেলে‌ মেয়েদের থেকে অর্থাৎ গাব্বু, ভন্টা ও মিস্ কেল্টু – এই তিন জনকে বৈদেহ বাবু ছাতা চোরের সন্ধান করার দায়িত্ব দেয়। অবশেষে এই তিন ‘ছত্রান্বেষী’ অনেক খোঁজ খবর নিয়ে একটি সত্য উদ্ঘাটন করে এবং তখনই গল্পে নতুন মোড়। কি হয় সেটি জানতে গেলে আপনাকে হলে গিয়ে অবশ্যই নাটকটি দেখতে হবে। নাটকটিতে হাস‍্যরসের সঙ্গে সঙ্গে রয়েছে রহস‍্য এও দুজন বয়োঃজ্যেষ্ঠ মানুষের মিষ্টি প্রেমের গল্প। নাটকটিতে সুদীপ্ত দাসের আবহ ও গানের ব‍্যবহার দারুন। রূপসজ্জা ও পোশাকের দায়িত্বে ছিলেন পৃথা ভট্টাচার্য। আলোক সজ্জায় ছিলেন জগন্নাথ কুণ্ডু, মঞ্চ সজ্জা সব‌কিছুই ভালো ছিল। তবে মঞ্চ সজ্জা আরও কিছুটা উন্নত করা যেতে পারতো।

অভিনয়ে ছিলেন বিশ্বদীপ দে, প্রীতি চৌধুরী, মনোজিৎ মিত্র, সৌরভ আচার্য্য, শ্রীদাত্রী সরকার, অর্পিতা সরকার, সোহম চ‍্যাটার্জী, শুভ্রজিৎ মুখার্জি, ঈশান কর্মকার, চিরঞ্জিৎ বারুই, পূজা ভট্টাচার্য, পৃথা ভট্টাচার্য, সৌম্যজিত মুখার্জি, শুভ্রজিত মুখার্জি প্রমুখ। সব মিলিয়ে কোলকাতা রঙ্গশীর্ষের খুব ভালো একটি নাট্য প্রযোজনা ‘ছত্রান্বেষী। মানুষের মনের সব দুঃখ-কষ্ট খানিকটা সময়ের জন্য ভুলে যেতে এই নাটক সকলের দেখা উচিত।

2 thoughts on “ছত্রান্বেষী : “শহরের নতুন গোয়েন্দা দল ” বর্তমান সময়ের খুব প্রাসঙ্গিক এক নাটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.