জেল থেকেই মোদীকে প্রশ্ন চিদম্বরমের ১৯ লক্ষ এনআরসি বাতিলদের ভবিষ্যৎ কী ?

Spread the love

নিউজ ডেস্ক , ওয়েবডেস্ক:- “”বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ” আসামের রাষ্ট্রহীণ নাগরিকরা আজ কোথায় যাবে?? বিচারের বাণী নিরবে নিভূতে কাঁদে ”

“এককালে তিনিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷ আজকে তিহার জেলে বন্দি৷ কংগ্রেসের রাজ্যসভার সদস্য পি চিদম্বরম জেল থেকে ট্যুইট করতে পারেন না নিজে৷ তবে তাঁর বক্তব্য তাঁর হয়ে তাঁর পরিবার করে৷ মঙ্গলবার তিনি ভারত সরকারের আকছে অসমের জাতীয় নাগরিকপঞ্জি(এনআরসি) থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন৷ তাঁর কথায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কথা দিয়েছে এনআরসি বা নাগরিকপঞ্জি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে না। এ অবস্থায় অসমের এনআরসি থেকে বাদ পড়া ১৯ লক্ষাধিক মানুষকে নিয়ে কি করা হবে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে তার জবাবদিহি চেয়েছেন তিনি৷

চিদম্বরম ট্যুইট করে জানতে চান, অনিশ্চয়তা, উদ্বেগ নিয়ে এবং নাগরিক ও মানবাধিকার বঞ্চিত হয়ে কতদিন থাকবে?  তিনি মোদী সরকারের কাছে এর উত্তর জানতে চেয়েছেন৷ তাঁর সোজা কথা,  এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার। তার পক্ষে তার পরিবার ট্যুইট করেছে। বলা হয়েছে, চিদম্বরম বলেছেন, যদি এনআরসি আইনগত প্রক্রিয়া হয় তাহলে যাদের নাগরিকত্ব বাতিল ঘোষণা করা হয়েছে সেই ১৯ লক্ষাধিক মানুষের আইনগত প্রক্রিয়া কি হবে।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সাফ কথা, এনআরসি প্রক্রিয়া বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে না এ বিষয়টি যদি বাংলাদেশকে নিশ্চিত করা হয় তাহলে কতদিন এই ১৯ লক্ষাধিক মানুষের বিষয় টেনে বেড়াবে ভারতের অসম রাজ্য। যদি আমরা মহাত্মা গান্ধীর মানবিকতাবোধকে সেলিব্রেট করি তাহলে এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য আমরা।এমনটাই মনে করেন পি চিদম্বরম৷ উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ততা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাফ জানান নাগরিক সংশোধনী বিল(ক্যাব) এর মাধ্যমে এনআরসি তালিকা তেকে আবতিল হওয়া ১২ লক্ষ হিন্দুকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে৷ আর ৬ লক্ষ মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে তিনি অবশ্য কোনও কথা বলেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.