মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস জয়নগরে

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস এবং তাঁর স্বপ্নের প্রকল্প

**চোখের আলো প্রকল্প** মাধ্যমে দুই জনকে চশমা হাতে দেন জয়নগরে

মোমিন আলি লস্কর জয়নগর-

জয়নগর বহড়ু হাইস্কুল মাঠে প্রশাসনিক এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে শুভগমন মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জয়নগর কেন্দ্রের জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে বহড়ুক্ষেত্র গ্ৰাম পঞ্চায়েত বহড়ু হাইস্কুল মাঠে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দুর্গাপুর জল টাঙ্কি পাশ্বস্থ ময়দানে হেলিকপ্টারে অবতীর্ণ করেন। পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান এর উদ্দেশ্যে জয়নগর এক নম্বর ব্লকে বহড়ুক্ষেত্র গ্ৰাম পঞ্চায়েত এর বহড়ু হাইস্কুল মাঠের পায়ে হেঁটে উপস্থিত হলেন সভাস্থলে।

পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই  প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ও পরিষেবা মুলক অনুষ্টানে জয়নগরে পা রাখলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় আসায় বিশেষ করে জয়নগর কেন্দ্রের মানুষেরা  আনন্দে আত্মহারা । জয়নগর কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত হওয়া কে কেন্দ্র করে জয়নগর থানার ওসি পার্থ সারথি পালের নেতৃত্বে জয়নগর চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়েছে গোটা জয়নগর এরিয়া কে। উওর দুর্গাপুর জল ট্যাংকি থেকে বহড়ু হাইস্কুল মাঠ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  দেখার জন্য লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার মানুষ।মমতা বন্দ্যোপাধ্যায় দেখা পাওয়া মাত্র সবাই স্লোগান দিতে থাকেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর কেন্দ্রের জয়নগর বহড়ু হাইস্কুল মাঠে প্রশাসনিক বৈঠকে এসে আবারো বলেন  কেন্দ্র  রাজ্যের১ ০০ দিনে কাজের টাকা আবাস যোজনা টাকা রাস্তার তৈরি টাকা সমস্ত কিছু আটকে রেখেছে যার ফলে সাধারণ মানুষের ভুগতে হচ্ছে ,পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এ সভা থেকে তিনি রিমোট টিপে ৭৪ টি প্রকল্প ও ২8টি শিলান্যাস  করেন। কুড়ি হাজার মানুষকে প্রকল্প কাগজ হাতে তুলে দেয় । এরমধ্যে কৃষকদের কৃষি কাজে জমির কাগজ, জমির পার্টটা, স্বাস্থ্য অথাৎ চোখে চশমা, স্কুল মেয়েদের সাইকেল, আরও কয়েকটি প্রকল্প সাধারণ মানুষের হাতে তুলে দেয়। এছাড়াও  শিলান্যাস মধ্যে রাস্তা, জল, আলো, ইত্যাদি ।এই সব পরিষেবা পেয়ে সাধারণ মানুষে মানুষ আজ উপকৃত হয়েছে বলে মনে করছে,তৃনমূল সুপ্রিম ও। কিন্তু, কেন্দ্রীয় সরকার যত টাকা আটকে রাখুক না কেন এ রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য সেই সব প্রকল্প বজায় থাকবে এমনই মন্তব্য করেন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।


কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গরীব মানুষের ১০০ দিনের কাজের টাকা, আবাসযোজনার ঘরের টাকা,সহ একাধিক বিষয় নিয়ে  মন্তব্য করেন। তিনি বহড়ু হাইস্কুল মাঠে একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন করেন।এই সভা থেকে তিনি নিজ হাতে বিভিন্ন প্রকল্পের আওতায় থাকা ব্যাক্তিদের হাতে সার্টিফিকেট প্রদান করেছেন,।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ৯ই জানুয়ারি জয়নগর থানার অন্তর্গত বহড়ু হাই স্কুল মাঠে বিবিধ প্রকল্পের উদ্বোধন,শিলান্যাস ও সরকারি পরিসেবা প্রধান অনুষ্ঠিত হয়, মুখ্যমন্ত্রীর স্বপ্নের  প্রকল্প চোখের আলো এই প্রকল্পের মাধ্যমে আজ তিনি নিজ হাতে দুই জন (এক জন স্ত্রী ও এক জন পুরুষ) উপ ভোক্তাদের চশমা পরিয়ে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ পদ্মেরহাট হাসপাতালে সাধারণ মানুষকে চক্ষু-পরিষেবা প্রদান আমাদের কাজ।
*সম্প্রতি আপনার ঘোষিত “চোখের আলো” প্রোগ্রাম জনগণের মধ্যে এক নব জোয়ারের সৃষ্টি করছে। গত 2021এর জানুয়ারি থেকে এই প্রোগ্রাম NPCB&VI এর টার্গেট বহুলাংশে বৃদ্ধি করেছে।* কম দেখতে পাওয়া বা না দেখতে পাওয়া মানুষ চোখের সেবা তাদের হাতের কাছে পেয়ে তারাই আনন্দিত। আর তাদের আনন্দের বহিঃপ্রকাশ প্রতি দিনের চোখের আলো ক্যাম্পে পরিলক্ষিত হয় পদেরহাট গ্রামীণ হাসপাতাল চক্ষু বিভাগের চিকিৎসক দেবনাথ মিত্র আরো বলেন-
চোখের আলো ক্যাম্পে চোখ পরীক্ষা ক’রে চশমা দেওয়া থেকে শুরু করে চোখের ছানি অপারেশন, গ্লুকোমার মতো দুরারোগ্য ব্যাধির নিয়ন্ত্রণ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে শুরু করে শিশুদের অন্ধত্ব মোচন, যেকোন জটিল চোখের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা হয়। ঐ সমস্ত রোগীদের প্রয়োজনমত প্রয়োজনীয় হাসপাতাল বা মেডিক্যাল কলেজে পাঠিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়, আপনার এই “চোখের আলো ক্যাম্পে”র মাধ্যমে।
*”চোখের আলো ক্যাম্পে” আপামর জনগণের চক্ষু পরিষেবা সংক্রান্ত ব্যাপারে আমরা এই “MT-OPTOMETRY” সদা নিয়োজিত।* কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘকাল যাবত আমাদের নতুন নিয়োগ একেবারেই বন্ধ। অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্ব ক্ষেত্রে আমাদের ক্যাডারের উন্নতি ব্যাহত আর এত কাজ করেও আজ অবধি আমরা *নতুন নিয়োগ, উচ্চ শিক্ষা ও পদনাম পরিবর্তন সংক্রান্ত বিষয় থেকে বঞ্চিত।*
আপনার মস্তিষ্কপ্রসূত এই সুন্দর প্রোগ্রামের সাফল্যের কারিগর আমরাই একথা সমস্ত স্বাস্থ্য কর্তার মুখেই আপনি শুনতে পাবেন। কিন্তু *সুদীর্ঘকাল থেকে আমরা বঞ্চনার স্বীকার। আমরা জানি, আপনি চাইলেই আমাদের নতুন নিয়োগ ও অন্যান্য বঞ্চনার সমাধান সম্ভব।*

*এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “সবুজ সাথী” প্রকল্পের আওতায় থাকায় দুই জনকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিজহাতে তুলেদেন ,দুইজনকে পাট্রা তুলেদেন* *তিনি বলেন জয়নগরে ভাড়াটি গুন্ডা এনে ১২-১৫ লক্ষ টাকা দিয়ে খুনকরা হচ্ছে এগুলো প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে **
**সভাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,বিধান সভার স্পিকার এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দোপাধ্যায়, কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, সুন্দর বন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাংসদ শ্রীমতি প্রতিমা , মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা ,ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, জয়নগর কেন্দ্রের বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস, কুলতলী বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল,ক্যানিং পশ্চিম বিধায়ক পরেশরাম দাস জয়নগর কেন্দ্রের, বারুইপুর পূর্বের কেন্দ্রের সমস্থ অঞ্চলের বুথের যুব,মাদার, সভাপতি, জেলাপরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যারা জয়নগর এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহ-সভাপতি এবং সমস্থ জেলা পরিষদ নবনির্বাচিত কর্মাধ্যক্ষরা জয়নগর  দুই নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সহ প্রধান উপপ্রধান,যুব, মাদার সভাপতি সহ সমস্থ প্রশাসনিক সরকারের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.