রাম মন্দিরের ভূমি পুজোর দিন দেশে ধর্মনিরপেক্ষতার বাতাবরণের বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
নিউজ ডেস্ক :- গোটা দেশ যখন করোনার ভয়ে থরহরি কম্প তখন রাম মন্দিরের ভূমিপূজো জমায়েত করে দেশকে আরো কঠিন পরিস্থিতির সামনে এগিয়ে দিচ্ছেন নমো। করোনা পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে অশান্তি কম হয়নি। বিরোধীরা অনেকেই বলেছেন যে এই পরিস্থিতিতে ভূমিপুজো না করলেই হতো। যদিও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করেই আর এক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই একটি টুইট করেছেন। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই টুইটটি করেছেন মমতা। তাঁর বক্তব্য, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো।
এখানেই বিরোধিতার গন্ধ পাচ্ছেন নিন্দুকরা। মুখ্যমন্ত্রীকে এখনো পর্যন্ত রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে সরাসরি বিরোধিতা করতে শোনা যায়নি। তবে আজ সকালে ভূমিপুজোর কিছুক্ষণ আগেই তিনি এই টুইট করে যেভাবে ধর্মনিরপেক্ষতার বার্তা দিলেন তা খানিকটা বিজেপির রাম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানকে কটাক্ষ করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যেহেতু এই বিষয়টিতে হিন্দুধর্মই প্রাধান্য পাচ্ছে সেখানে মমতা টুইটে সকল ধর্মের কথা উল্লেখ করে বিজেপিকে অন্যরকম বার্তা দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে।