*প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস ঘিরে খুদে পড়ুয়া এবং অভিভাবকদের উন্মাদনা*
—————————————–
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:-; *প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল শিশু দিবস। যে অনুষ্ঠান ঘিরে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়।*
*বেলডাঙ্গা ব্লকের সারগাছি চক্রের বটতলা প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে উৎযাপিত হল শিশু দিবস। এলাকাটি ভাবতা ২ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছেলে-মেয়ে যারা এই বিদ্যালয়ে পড়তে আসে, তারা এদিন একের পর এক নাচ, গান, আবৃত্তি পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ভাষায় মনীষীদের উদ্ধৃতি হুবহু বলে সবাইকে তাক লাগিয়ে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সহকারি বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ বালা, সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস প্রমুখ। এদিন এই বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে খুদে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি আরও যেসমস্ত গুণাবলী এই বিদ্যালয় থেকে অর্জন করছে, তারই কিছু অংশ তুলে ধরে। অবর বিদ্যালয় পরিদর্শক প্রায় সারাক্ষণ উপস্থিত থেকে অনুষ্ঠানগুলি দেখেন এবং ছাত্র-ছাত্রীদের প্রশংসা করে আগামীতে তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে পাশে থেকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দেন। প্রধান শিক্ষক ফারুক আব্দুল্লা জানান, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা সারা বছর ধরে খুদে পড়ুয়াদের নাচ, গান, আবৃত্তি, অঙ্কন শেখান। তারই প্রতিফলন ঘটেছে এদিনের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে ছিল স্পেশাল মিড ডে মিল এর ব্যবস্থাও।*