Spread the love

যারা ক্রনিক অসুখে ভুগছেন, তাদের ভাবনা কেমন??

May you have symptoms you don’t know how to name, and you are searching for answers. Doctor has handed you a diagnosis after clinical knowledge with or without investigations that a fancy and shiny word. You want to know what’s really behind the label. You have tried everything, gone everywhere, and your health still isn’t where you want to be!
This is the situation of all chronic illness now a days.
All cases are described as your faults in your gene or/and in your immunity.

But do you know, human body is a best creation and perfect creation and error-free creation by THE CREATOR OF WHOLE UNIVERSE.
Then how do we think that our gene and immunity become against own self?

হয়তো আপনি কোন সিম্পটমস বা স্বাস্থ্য-বিড়ম্বনায় ভুগছেন, আপনি জানেন না সেই সিম্পটমসের কী নাম; এবং এর সমাধান আপনি খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন ডাক্তারের চেম্বারে৷ ডাক্তারবাবু আপনার লক্ষণসমূহ দিয়ে , বিভিন্ন রিপোর্ট করিয়ে বা না করিয়ে আপনাকে চমৎকৃত ঝঙ্কারপূর্ণ শব্দাবলীর সমন্বয়ে বা শব্দ দিয়ে একটা রোগের নাম বা ডায়াগনোসিস বললেন৷ আপনিও খুশি , ডাক্তারবাবুও খুশি! কারণ, রোগ ধরা পড়েছে! কিন্তূ, আপনি জানতে চান— ঐ ঝঙ্কারপূর্ণ লেবেলের পিছনে প্রকৃতপক্ষে কি ঘটছে ও কেন ঘটছে৷
আপনি অনেককিছু করেছেন, অনেকখড়কুটো পুড়িয়েছেন, অনেক ডাক্তারবাবুদের দেখিয়েছেন, বহু জায়গায় গিয়েছেন; তথাপি আপনি আপনার সিম্পটমস থেকে রেহাই এখনো পাননি( এমন রোগী এখন ভুরি ভুরি) অথচ সুস্থ হওয়া আপনার খুবই কাঙ্খিত ছিল৷
বর্তমান কালে, বিভিন্ন ক্রনিক রোগের ক্ষেত্রে অবস্থাটা এরকমই ! ( আমিও এর ব্যতিক্রম নই!)
চূড়ান্তভাবে, ডাক্তারবাবু বলে দেন যে, আপনার জীনগত ত্রুটি অথবা/এবং আপনার অনাক্রম্যন্যতা বা ইমিউনিটি আপনার সেলগুলিকে ( অমুক অমুক) বা অর্গানকে নষ্ট করে দিচ্ছে!!!
আপনি কি জানেন, মানবদেহ ,গোটা বিশ্বব্রম্বান্ডের একক সৃষ্টিকর্তার সর্বোৎকৃষ্ট, সুনিপুণ, ত্রুটিহীন সৃষ্টি?
তাহলে, আমরা কীভাবে বিশ্বাস করব যে, আপনার জীন, আপনার ইমিউনিটি আপনার বিরুদ্ধে গিয়ে আপনার দেহকেই ধ্বংশ করে দেয় বা দিচ্ছে৷

সৃষ্টিকর্তার একমাত্র ও চূড়ান্ত প্রেরিত বাণীর কীতাব পবিত্র ও সমস্তরকম ত্রুটিমুক্ত আল কুরআনের আয়াতসমূহ লক্ষ্য করুণ—
সুরা মুরসালাত- ৭৭ নং সুরার ২৩ নং আয়াত:
” আমি একে গঠণ করেছি পরিমিতভাবে, অতএব আমি কত নিপুণ নিরুপণকারী”৷
সুরা ত্বীন- ৯৫ নং সুরার ৪ নং আয়াত:
“আমি অবশ্যই সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠণে”৷
সুরা ইনফিতার-৮২ নং সুরার ৭ এবং ৮ নং আয়াত:
” যিনি তোমাকে সৃষ্টি করেছেন,অতঃপর তোমাকে সুঠাম করেছেন, এবং তৎপর সুবিন্যস্ত করেছেন৷”
” যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে সংযোজিত করেছেন৷”
সুরা বাকারাহ-২ নং সুরার ২নং আয়াত:
” এটা( আল কুরআন) ঐ গ্রন্থ যার মধ্যে কোনরূপ সন্দেহ নাই—“৷

তাহলে, জিন ব্লেম গেম ও অটোইমিউন থিওরি তে কিছু ঘাপলা আছে!!! ( এটা আমার বিশ্বাস ও এখানে অন্যকিছু ঘটছে যেটা মেডিক্যাল সায়েন্স এখনো আবিস্কার করতে পারেনি৷ বলা বাহুল্য, sciences discovered lots of things and there are much more things yet undiscovered. But continue on discovery from knowing to unknown.

প্রত্যেক রোগের নির্দিষ্ট কারণ আছে; প্রত্যেক রোগের সঙ্গে চিকিৎসাও পাঠিয়েছেন সৃষ্টিকর্তা; যখন রোগ অনুযায়ী সঠিক ও সত্য ঔষধ প্রয়োগ করা হবে —তখন তাঁর ইচ্ছায় সেই রোগ নির্মূল হবে৷

Every diseases should have a beautiful ending.

written by : Dr. Md Year Ali Sk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.