অয়ন বাংলা,কল্যাণী : সিপিএম অফিসের ছাদ থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে কল্যাণী থানার গয়েশপুরের গোল বাজার এলাকায়। এই ঘটনায় আটক গয়েশপুরের সিপিএমের প্রাক্তন পুরপ্রধান সহ তিন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সিপিএম এর অঞ্চল কার্য্যালয়ে হানা দিয়ে ওই বাড়ির ছাদে বাজারের ব্যাগের ভিতর বোমা পরে থাকতে দেখে। পরে বোমা গুলি নিস্ক্রিয় করে নিয়ে যায় তারা। এরপর তৃণমূলকর্মীরা সিপিএম কর্মীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখালে পুলিশ সিপিএমের ওই কার্য্যালয় থেকে গয়েশপুরের প্রাক্তন পুরপ্রধান গোপাল চক্রবর্তী সহ তিনজনকে আটক করেছে পুলিশ।