বিদ্যুৎ গ্রাহকদের অস্বাভাবিক বিল ধরাবে বলে বিল পাঠাচ্ছে না সি ই এস সি, প্রতারণার নতুন ছক বিদ্যুৎ দফতরের, অভিযোগ গ্রাহকদের
পরিমল কর্মকার (কলকাতা) : লকডাউনের মধ্যে বিদ্যুৎ গ্রাহকদের অস্বাভাবিক বেশি বিল ধরিয়ে বিপদে পড়েছিল সি ই এস সি কতৃপক্ষ। বিদ্যুৎ গ্রাহক সহ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিক্ষোভে উত্তাল হয়েছিল সি ই এস সি-র দফতরগুলো। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছিল সি ই এস সি-র বিরুদ্ধে। এখন আবার বিল না পাঠিয়ে প্রতারণার নতুন ছক কষছে সি ই এস সি, এমনই অভিযোগ বিদ্যুৎ গ্রাহকদের।
উল্লেখ্য, গ্রাহকদের গত ২/৩ মাস ধরে বিদ্যুতের বিল পাঠাচ্ছে না সি ই এস সি কতৃপক্ষ। এব্যাপারে বিদ্যুৎ দফতরে যোগাযোগ করা হলে তাদের কর্তা-ব্যক্তিরা জানান, “টোটাল বিল একসঙ্গে পাঠানো হবে।” আর এর মধ্যেই প্রতারণার ভুত দেখছেন বিদ্যুৎ গ্রাহকেরা।
অধিকাংশ বিদ্যুৎ গ্রাহকেরাই বলছেন, “মানুষের আন্দোলনের চাপে পড়ে বর্ধিত বিল স্থগিত করে একসঙ্গে ৩/৪ মাসের অস্বাভাবিক বেশি বিল পাঠানোই সি ই এস সি-র মূল উদ্দেশ্য। অর্থাৎ এখন আবার প্রতারণার নতুন ছক কষছে সি ই এস সি।”
এব্যাপারে রাজ্যের অধিকাংশ মানুষ বলেছেন, সঞ্জীব গোয়েঙ্কাকে একতরফা বিদ্যুতের ব্যবসা করতে দেওয়ার ফলেই মানুষ প্রতারিত হচ্ছেন। অবিলম্বে এই মনোপলি ব্যবসা ভেঙ্গে দেওয়া উচিৎ। মোবাইল ফোনের ব্যবসা যেমন বিভিন্ন কোম্পানি দ্বারা পরিচালিত হয়, যার ফলে এখন সামান্য খরচে ধনী-দরিদ্র সকলেই মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন। তাই বিদ্যুতের ব্যবসার ক্ষেত্রেও অবিলম্বে রাজ্য সরকার এই মনোপলি ব্যবস্থা ভেঙ্গে দিক, এমনই দাবি আমজনতার।