ওয়েবডেস্ক: অফিসে বসে আপনমনে কাজ করে যাচ্ছেন কর্মীরা৷ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র৷ এই অব্দি সব ঠিকঠাকই ছিল৷ কিন্তু এরই মাঝে দেখা গেল এক আজব ছবি৷ কর্মীরা কাজ করছেন মাথায় হেলমেট পরে৷ সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ছবি দেখে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বান্দা জেলায় বিদ্যুত দফতরের কর্মীরা মাথায় হেলমেট পরে কাজ করছেন৷ কিন্তু কেন? খোঁজ নিয় জানা গিয়েছে, যেই বাড়িটিতে তারা বসে কাজ করছেন, সেটির অবস্থা মোটেই ভালো নয়৷ যখন তখন সেটি ভেঙে পড়তে পারে৷
সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর স্থানীয় সাংবাদিকরা সেখানে খবর সংগ্রহ করতে পৌঁছায়৷ তারা সেখানে গিয়ে দেখেন, যে ঘরে বসে কর্মীরা কাজ করছিলেন, তার ছাদে কয়েক জায়গায় ইতিমধ্যেই গর্ত হয়ে গিয়েছে। আরও নানা জায়গা থেকে ঝুরঝুর করে খসে পড়ছে সুড়কী৷ যখন তখন সেই ঘরের ছাদ ভেঙে পড়ে যেতে পারে৷ তাই নিজেদের রক্ষার্থেই হেলমেট পড়ে কাজ করে চলেছেন কর্মীরা৷ ঘরের মাঝখানে রয়েছে একটি থাম, একমাত্র সেই থামই ধরে রেখেছে ছাদকে৷ তবে যে কোনও মূহুর্তে ভেঙে পড়তে পারে সেই থামও৷
ওই দফতরেই কাজ করা এক কর্মী জানিয়েছেন,“কোনও দুর্ঘটনায় যাতে না পড়তে হয়, তাই আমরা হেলমেট পরে অফিসে আসি। বেশ কয়েকবার শীর্ষ কর্তাদের জানিয়েছি, অফিস বিল্ডিং-এর অবস্থা খারাপ। কিন্তু কেউ সারানোর কোনও ব্যবস্থাই নেননি। হয়তো তাঁরা অপেক্ষা করছেন, কবে দুর্ঘটনায় আমরা মারা পড়ব। তার পরে সারানোর ব্যবস্থা করবেন।” তিনি আরও জানান, শুধু হেলমেটই নয়, বর্ষার সময় মাথার ওপরে ছাতা খুলে রেখে কাজ করতে হয়। কারণ ছাদের ফুটো দিয়ে জল পড়ে। শুধু বিল্ডিং-এর অবস্থাই যে খারাপ তা নয়। এখানে যে সব আসবাবপত্র আচ্ছে, তাদের অবস্থাও শোচনীয়। সবচেয়ে বড় কথা জরুরি ফাইলপত্র রাখার জন্য কোনও ড্রয়ার নেই।