ওয়েবডেস্ক:- লকডাউন আর করোনা মোদিজীঁ বিরোধীদের সমালোচনার মুখে। কখনও বলা হচ্ছে থালা বাজাতে। কখনও আবার জ্বালাতে বলছে বাতি। করোনা মোকাবিলায় মোদী সরকারের এমন ধারা কর্মকাণ্ডের সমালোচনা আগেই করেছিল কংগ্রেস। এবার করোনার বাড়বাড়ন্তের জন্য সরাসরি সরকারের দিকে আঙুল তুলে ভিডিও পেশ করল বিরোধী এই দল। স্পষ্ট অভিযোগ তোলা হল প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতের এমন ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী সরকারের দিশাহীন কর্মকাণ্ড।
কংগ্রেসের তরফে দিন যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত। যারা সর্বদা প্রতিবেশী দেশগুলির বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অথচ আজকের এই দুর্যোগের সময় প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে পড়েছে ভারতবর্ষ। তথ্য তুলে ধরে ভিডিওতে দেখানো হয়, করোনার জেরে প্রতিবেশী বাকি দেশগুলোর সঙ্গে তুল্যমূল্য বিচারে ভারতের পরিস্থিতি কেমন। দাবি করা হয়েছে, ‘ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪১২ মৃত্যু হয়েছে ১৯৯, অথচ এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩০। মৃত মাত্র ২১। প্রতিবেশী মালদ্বীপে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ১৯, শ্রীলংকার দিকে যদি তাকানো যায়, সেখানে দেখা যাবে করোনা আক্রান্ত ১৯০ মৃত ৭, আফগানিস্তান ৪৮৪ ও মৃত ১৫, নেপালে মাত্র ৯ জন আক্রান্ত হয়েছে, এবং ভুটানে পাঁচজন। এগুলি সেই সমস্ত দেশ, যাদের কাছে ভারতবর্ষ সর্বদা বড় দাদার মতো।’
কংগ্রেসের তরফে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে, ‘আজ এই সমস্ত দেশ গুলি তাদের নাগরিকদের সুরক্ষিত রেখেছে। তাহলে আমরা কেন পারিনি? কোথায় ভুল হয়েছে আমাদের? আমাদের দেশ তো এদের তুলনায় রিসার্চ, ডাক্তার, প্রযুক্তি ও স্বাস্থ্য পরিষেবায় অনেক ভালো তাহলে সমস্যাটা কোথায়। তাহলে কি ভারতবর্ষ অকর্মণ্য সরকারের ফল ভোগ করছে। সরকারের অদূরদর্শিতাই কি দেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছে? সরকারের বিরুদ্ধে প্রশ্নগুলি কিন্তু উঠছে আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতেই হবে।’