অয়ন বাংলা, ডেস্ক বিজেপি প্রতিষ্ঠাতা দিবসে কংগ্রেসে যোগ দিলেন,১৭তম লোকসভা নির্বাচন শুরু হতে আর কিছু মাত্র সময় বাকি। আর ঠিক তার আগে কংগ্রেসের হাত ধরলেন প্রাক্তন বিজেপির মন্ত্রী শত্রুঘ্ন সিন্হা।
কংগ্রেসে যোগদান করেন শত্রুঘ্ন সিন্হা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও সুরজেওয়ালার উপস্থিতিতে তিনি যোগদান করেন। কংগ্রেসে যোগদান করে তিনি তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদী তথা বিজেপিকে। সাংবাদিদের তিনি বলেন, ‘ওয়ান ম্যান শো এবং টু ম্যান আর্মি চলছে’। তিনি অমিত শাহকে নাম না করেই আক্রমণ করেন। তিনি বলেন শাহ দলের সদস্য বানিয়েছেন সবাইকে। তার সঙ্গে দিয়েছেন বহু প্রতিশ্রুতি।বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়িয়ে শত্রুঘ্ন সিন্হা বলেন যে প্রতিশ্রুতি দেওয়া হয় ১০০টা স্মার্ট সিটি তৈরি করার কিন্তু একটাও তৈরি করা হয় নি। বিজেপি সরকারের লাগু করা জিএসটি ও বিমুদ্রাকরণের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন শত্রুঘ্ন সিন্হা।বিজেপির সঙ্গে শত্রুঘ্ন সিন্হা সম্পর্কের ফাটল ধরে অনেক আগেই। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয় শত্রুঘ্ন সিন্হার কংগ্রেসে যোগদান করার বিষয়।সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন সিন্হা।