*ধারাবাহিকভাবে কয়েকদিন থেকে আজমল ফাউন্ডেশন ও ঈশা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মুফতি নাজমুল হক সাহেবের মাধ্যমে ইফতার বিতরণ চলছে*
নিজস্ব সংবাদদাতা.মুশিদাবাদ:- লকডাউনের এক কঠিন পরিস্থিতিতে যে সময় সকল মানুষের কাজকাম সহ সব আয়ের উৎস বন্ধ সেই করুণ সময় *আবারো মুফতি মোঃ নাজমুল হকের মাধ্যমে ইফতারি ফুড বিতারণ করা শুরু করলো আজমল ও ঈশা ফাউন্ডেশন।*
প্রত্যেককে চাল ডাল ছোলা চিনি খেজুর সরিষার তেল সহ মোট ঊনত্রিশ কিলো ইফতারি ফুড দেওয়া হয় আজকে বেলডাঙ্গা সুরুলিয়া মাদরাসা রেজিনগর ও কাশিপুর হরিহরপাড়া ও ভগবানগোলা সহ কয়েক জায়গায় মিলিয়ে প্রায় ৮৯০’জন ব্যক্তিকে রমজান ফুডস নামে খাদ্য সামগ্রী দেওয়া হইলো।
খাদ্য সামগ্রী পেয়ে এলাকার মানুষ অত্যন্ত খুশি হয়ে আবেগ ভরা কন্ঠে *মাওলানা বদরুদ্দিন আজমল,সিরাজুদ্দিন আজমল ও মুফতি নাজমুল হক সাহেব সহ আজমল ও ঈশা ফাউন্ডেশনের সমস্ত ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের জন্য প্রাণভরে দোয়া করেন।*
স্থনীয় মানুষেরা বলেন আমরা মুর্শিদাবাদের মাটিতে মুফতি নাজমুল হক সাহেবকে পেয়ে খুবই উপকৃত তাঁর মাধ্যমে অসহায় নিপীড়িত অত্যাচারিত ব্যক্তিরা উপকার পেয়ে থাকেন এছাড়া শীতকালে শীতবস্ত্র রমজান মাসের ইফারি ফুডসহ বিভিন্ন সেবামূলক কাজ কাম করে থাকেন তিনি খুব স্বচ্ছতার সঙ্গে সমস্ত কাজগুলো করেন।
সার্বিক মঙ্গলের কামনায় মহান আল্লাহর কাছে করি আল্লাহ পাক তাদের সকল বিপদ থেকে হেফাজত করেন আমীন সুম্মা আমীন।
আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন মুফতি মোহাঃ নাজমুল হক সাহেব মুর্শিদাবাদ শাখা আজমল ফাউন্ডেশন কো-অর্ডিনেটর, সহকর্মী মাওলানা আব্দুল খাবির,হাফিজ রবিউল ইসলাম,হাফেজ তৌহিদ,মাওলানা বদরুল আলম, বিশিষ্ট বুদ্ধিজীবী মাওলানা আবু বকর কাসেমি,মাওলানা সহিদুল,ইসমাঈল,মাওলানা কাওসার, কারী রিয়াসাতুল্লাহ, মাওলানা মুজাফফার সাহেব সহ আরো অনেকে।