নিজস্ব সংবাদদাতা কোলকাতা:- লাগাতার আন্দোলনের পথে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের আই টি আই কর্মী সংগঠন, আজ মৌন মিছিলের মাধ্যমে রো পা – ২০২০ এর প্রতিবাদ ও পূর্বের ন্যায় ডিপ্লোমা কর্মীদের ঠিক পরের স্তরে বেতন পরিকাঠামোর দাবি নিয়ে, বিদ্যুৎ দপ্তরের প্রধান কর্মস্থল বিদ্যুৎ ভবন রমেন্দ্রনাথ চৌধুরী প্রেক্ষাগৃহে পৌঁছায় ও তাদের সাধারণ সভা সম্পর্ণ করে।
পুনরায় – গতকাল (০৭.০৩.২০২০, শনিবার) পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের আই টি আই কর্মী সংগঠন, রাজ্যবাসী তথা বিদ্যুৎ কর্তপক্ষের নিকট তাদের ঐক্য প্রদর্শন করলো। আজ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সারা বাঙলা থেকে প্রায় তিন হাজার আই টি আই কর্মী বৃন্দ, বেলা ১১ টায় সল্টলেক বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে বিদ্যুৎ ভবন (প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ) পায়ে হেঁটে মৌন মিছিলের মাধ্যমে রো পা – ২০২০ এর প্রতিবাদ ও পূর্বের ন্যায় ডিপ্লোমা কর্মীদের ঠিক পরের স্তরে বেতন পরিকাঠামোর দাবি নিয়ে, বিদ্যুৎ দপ্তরের প্রধান কর্মস্থল বিদ্যুৎ ভবন রমেন্দ্রনাথ চৌধুরী প্রেক্ষাগৃহে পৌঁছায় ও তাদের সাধারণ সভা সম্পর্ণ করে। আজ এই সভায় সব থেকে নজর কাড়া করার বিষয়, যেটা না বললেই নয় – সুদূর বাঙলা – ভুটান, বাঙলা – বাংলাদেশ, বাঙলা সিকিম সীমান্ত থেকে রবার্ট লেপচা, বিশাল থাপা,মোহিত আলি, সুমিত শর্মা, আব্দুল জব্বার সুরঞ্জিত বাবু প্রমুখ আই টি আই কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে তাদের প্রতিবাদের ভাষা কর্তপক্ষের নিকট পৌঁছে দেন। বলা বাহুল্য বিধাননগর থানা ও প্রশাসনের তরফ থেকে এই সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ নাথ মহাশয়ের সাংগঠনিক দক্ষতার যে প্রশংসা পাওয়া যায় তা সত্যিই এই সংস্থার কর্মীদের অতিরিক্ত প্রাপ্য। তবে আজ প্রদীপ নাথ এর কাছে কিছু জানতে চাওয়া হলে, তখন তিনি একটাই কথা জানান যে এই সংগঠনের অভিভাবক তিনি হলেও যাদের জন্যে এই সংগঠন আজ সমৃদ্ধি পেয়েছে তারা হলেন সুমন হালদার, সন্দীপ বিশ্বাস, অনুপম মুখোপাধ্যায়, কাঞ্চন প্রামাণিক, স্নেহাংশু রায়, তারক দাস, উমা শংকর মিশ্র ও আরো অনেকে যাদের কিনা নাম লেখা সম্ভব হলো না। উনি এ ও জানান যে কর্তপক্ষ যদি তাদের ন্যায্য দাবি না মেনে নেন তবে তারা ভবিষ্যতে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আরো সুদৃহ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায় করে ছাড়বেন। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দের সাথে কথা বলে জানা যায় যে তারাও দপ্তরের আই টি আই কর্মী সংগঠনের দাবী দাওয়ার দিকে বিশেষ নজর দিচ্ছেন।