ওয়েব ডেস্ক:- দেশের সব শিল্প কলকারখানা বেচে দেওয়ায় উচিত বলে মনে করেন রাজ্যপাল তথাগত রায়। মোদিজী রেল সহ বিভিন্ন সরকারী সম্পত্তি বেসরকারীকরণ করছেন আর তার অনুগত এক রাজ্যপাল এবার সরাসরি শিল্প বেচে দেওয়ার পক্ষে মত দিলেন । করলেন বিতর্কিত ট্যুইট করে শোরগোল ফেললেন মেঘালয়ের রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। গতকাল করা এক ট্যুইটে তিনি লেখেন – “সরকারি শিল্প বেচে দেওয়া হচ্ছে বলে অনেকে খুব ক্ষুন্ন হয়েছেন| এই ক্ষোভ আর কিছু নয় নেহরুবাদী-বামপন্থী শিক্ষার কুফল|”
নিজের ওই ট্যুইটে মেঘালয়ের রাজ্যপাল লিখেছেন – “কারখানা বেচে দেওয়াই উচিত, কারণ সরকারের কাজ নয় শিল্প চালানো, সরকারের কাজ শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরী করা| সরকার শিল্প চালাতে গিয়েই সোভিয়েত দেশ উঠে গেল|”
এদিনই অন্য এক ট্যুইটে আম্বানি আদানিদের পক্ষে খোলাখুলি সওয়াল করেছেন এই বিজেপি নেতা। যিনি লিখেছেন – “আম্বানি-আদানীদের উপর এত রাগের কি আছে? ওঁরা ঝুঁকি নিয়েছেন, লক্ষ্মীলাভ করেছেন, বাকিরা পারেন নি, সেইজন্য? বাসের পিছনে লেখা দেখেন নি, “হিংসা কোরোনা, চেষ্টা করো, তোমারও হবে”| পৃথিবীতে সব সমৃদ্ধি এসেছে ব্যক্তিগত মালিকানার উদ্যোগের মধ্যে দিয়ে| এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই মঙ্গল|”
যদিও এই দুই ট্যুইটের পরে নেটিজেনদের আক্রমণ ধেয়ে এসেছে তথাগত রায়ের দিকে। জনৈক স্বস্তিক সর্দার তাঁর ট্যুইটের উত্তরে লেখেন – “যারা শিল্প করে আমাদের সমৃদ্ধি এনে দেবে তারাই দেশ চালাক, যারা সমৃদ্ধি আনতে পারছে না তাদের কে বেকার বেকার আমাদের ট্যাক্সের টাকায় পোষার মানে হয় না। বেসরকারি গর্ভনর চাই, বেসরকারি প্রধাণমন্ত্রী চাই।”
এই রকম যদি দেশের গভর্নর মন্ত্রী হয় তাহলে অচিরেই ভারত নামক দেশটিই বিক্রী হয়ে যাবে।