সংকটকালীন পরিস্থিতিতে বড়াইল অনাথ আশ্রম শিশুদের পাশে দাঁড়ালেন সহৃদয় চিকিৎসক
পল মৈত্র ,অয়ন বাংলা ,দক্ষিণ দিনাজপুরঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন আশ্রম গুলির মধ্যে উল্লেখযোগ্য বুনিয়াদপুরের বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম।
করোনা মোকাবিলায় রাজ্য ও দেশজুড়ে জারি লক ডাউনে সমস্যায় পড়েছেন বহু অসহায় মানুষ জন।পাশাপাশি দীর্ঘদিন ধরে লকডাউনের ফলে সমস্যা বাড়ছে জেলার অনাথ আশ্রম গুলিতে।
বছরের অন্যান্য সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গুলি সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এই চরম সংকটময় সময়ে হাত গুটিয়েছে তারাও।
এই পরিস্থিতিতে বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম শিশুদের সংকট দূরীকরণে এগিয়ে এলেন বুনিয়াদপুরের সহৃদয় চিকিৎসক দীপায়ন ভৌমিক ও তার স্ত্রী সুদেষ্ণা সাহা।
এইদিন প্রায় 22 জন আশ্রম শিশুর হাতে তুলে দিলেন চাল, ডাল ,আলু ,বিস্কুট, হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধপত্র।
পাশাপাশি চিকিৎসক দীপায়ন বাবুর আর্জি, সমাজের সকল স্তরের মানুষ যেন চরম সংকটময় এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে মানবিকভাবে অনাথ আশ্রম শিশুদের পাশে এসে দাঁড়ায়।