অয়ন বাংলা,নিজস্ব সংবাদদাতা:- দঃদিনাজপুরে জেলার কুশমন্ডিতে ব্লকে রাজ্যের সাথে এন আর সি ও সিএবি আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ধিক্কার মিছিল করা হয় রবিবার ৩ টা নাগাদ এদিন কুশমন্ডি তৃণমূল কংগ্রেস কারযল্যয় থেকে এই মিছিল শুরু করা হয়।এদিন উপস্তিত ছিলেন উওর বঙ্গ উন্নায়ন পরষদ সদস্য সুনিরমল জ্যাতি বিশ্বাস, দঃদিনাজপুরে জেলার তৃণমূল যুবো সভাপতি অম্বিরিস সরকার ,দঃদিনাজপুর জেলার তৃণমূল সহ সভাপতি রিতেশ জোয়াদ্দার , কুশমন্ডি ব্লকে তৃণমূল সভাপতি রেখা রায়,দঃদিনাজপুরে জেলার নারী শিশু করমাধক্য মিঠু জোয়াদ্দার, দঃদিনাজপুরে জেলার এড্যভাইজার কেশব যোশি কুশমন্ডি বিশিষ্ঠ সমাজ সেবী রতন সাহা,এছাড়াও রেজা জাহির আব্বাস, সেকেন্ডার হক তৃণমূল নেত একঝাক তৃণমূল নৃতৃত ।
এদিন কুশমন্ডি এন আর সি ও সি এ বি বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল পাশাপাশি কুশমন্ডি চৌরাস্তা পথসভা হয়ে। কুশমন্ডি ব্লকের আট টি অঞ্চলে তৃণমূল কংগ্রেস সমার্থক প্রায় ১০০০০ হাজার মানুষ এই মিছিল অংশগ্রহণ করেন। কিছু তৃণমূল সমর্থক গড়ি আটক করে বিজেপি সমর্থকরা এমন অভিযোগ করেন উওর বঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য সু নিরমল জ্যাতি বিশ্বাস । পাশাপাশি দঃদিনাজপুরে জেলার তৃণমূল যুবো সভাপতি অম্বিরিস নিজেস্ব উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন এবং যান চলাচল রায়গঞ্জ বুনিয়াদপুর গাড়ি চলাচল করে। তিনি জানান এন আর সি মানছি না মানবো না।।।।।