নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা- দঃ দিনাজপুরের জেলার কুশমন্ডি ব্লকে লকডাউন চলাকালীন রাত্রে ছোটা নাগাদ সন্যাসীতলা এলাকা নাকা চেকিং সময়ে উওরপ্রদেশ থেকে আশা সাত শ্রমিকে আটোক করলো কুশমন্ডি থানার পুলিশ।এদিন করোনা ভাইরাস সন্দহে কুশমন্ডি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন কুশমন্ডি কৃষক বাজারে হোম কোয়ারিন্টেন পাটালো শ্রমিকদের।
কুশমন্ডি ব্লক প্রশাসন জানিয়েছেন এ করোনা ভাইরাস সংক্রমন সন্দহে সব মিলিয়ে কুশমন্ডি কৃষক বাজারে হোম কোয়ারিন্টেন 9 জন ভর্তি আছে বলে জানালেন ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী জানালেন পাশাপাশি কুশমন্ডি কৃষক বাজারে খাবার ব্যাবস্থা করা হয়েছে বলে জানান তিনি।। কুশমন্ডি ব্লক চত্তরে পুরা নজরদারি চলছে কুশমন্ডি ব্লক প্রশাসনের করোনা ভারাসংক্রমন রুখতে।।