মাছ ধরতে গিয়ে কালভার্টের নিচে থেকে উদ্ধার সদ্যোজাতের মৃতদেহ
ধ্রুবজ্যোতি মহন্ত,অয়ন বাংলা, দক্ষিণ দিনাজপুর :- এক সদ্যোজাত শিশুর মৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার ঘটনা টি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার , বংশীহারী ব্লকের অন্তর্গত টিকুল গ্রামে। জানা গেছে , এইদিন গ্রামের কিছু যুবক সকালবেলা বর্ষার জমাজলে মাছ ধরতে গেলে হঠাৎই জোড়াসাঁকো কালভার্টের নিচে কাপড়ে মোড়ানো সদ্যজাতর মৃত দেহটি নজরে আসে তাদের। বাসিন্দারা পুলিশে খবর দিলে,বংশীহারী থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে রশিদপুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। এবং পরবর্তীতে দেহটি বালুরঘাট মর্গে পাঠানো হয়। রশিদপুর হাসপাতাল সূত্রে জানাগেছে, ওই মৃতদেহ টি ১থেকে ২দিনের শিশুর। ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ।