দিলদার সেখ,অয়ন বাংলা,দক্ষিণ দিনাজপুর:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে জেলা পরিষদ মার্কেট বামফ্রন্ট কার্যল্যয় থেকে NPR, NRC, CAA এর বিরুদ্ধে আগামী ৮ ই জানুয়ারি ধর্মঘট সফল করার জন্য প্রতিবাদ মিছিল বের হয়ে কুশমন্ডিতে। পাশাপাশি কুশমন্ডিত চৌ রাস্তায় পথসভা করা হয়ে। এদিন এই মিছিল উপস্তিত ছিলেন কুশমন্ডি বিধায়ক নর্মদা চন্দ্র রায় ,দঃদিনাজপুর জেলার সি পি এম সদস্য শ্যামল ঘোশ, দঃদিনাজপুর জেলার ডি আই এফ আই সভাপতি দারুল ইসলাম, সিপিএম নেত, মৃনাল ক্রান্তি , জয়দেব সিদ্ধথ এছাড়াও আরো অনেকেই।।
সকলেই আগামী 8ই জানুয়ারী বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের সর্মথনে বক্তব্য পেশ করেন।
উপস্থিত বক্তারা সজলেই মোদী সরকারের জনবিরোধী নীতি, এন আর সি, এন পি আর ,ক্যা সহ বিভিন্ন বিষয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যার্নাজীর দ্বি চারিতা নিয়ে সকলেই সমালোচনা করেন ।