দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হল শ্যামা সম্মান 2019
অয়ন বাংলা ,ধ্রুবজ্যোতি মহন্ত, (দক্ষিণ দিনাজপুর) :- বুনিয়াদ পুর টাউন তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সোমবার বুনিয়াদপুর পৌরসভা এলাকায় “শ্যামা সম্মান 2019” পুজো পরিক্রমা, এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান এর আয়জন করা হয়েছিল। এদিনের এই পুরস্কার প্রদান এবং পুজো পরিক্রমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা গঙ্গারামপুর পৌরসভার কাউন্সিলর অতনু রায়, বুনিয়াদপুর শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি প্রতাপ চন্দ্র প্রামাণিক, তৃণমূল ছাত্র পরিষদের বুনিয়াদপুর টাউন কনভেনর সায়ন্তন মন্ডল এবং অন্যান্য নেতৃত্ব বর্গ । তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত শ্যামা সম্মান অ্যাওয়ার্ড 2019 প্রথম স্থান অধিকার করেছে “সরাইহাট নতুন আলো” পুজো কমিটি, এ বছর তাদের থিম বাঁশ ও কাঠের ব্যবহার। দ্বিতীয় স্থান ” সরাইহাট বিপ্লবী ক্লাব” অভিনবত্বের ছোঁয়া ধরে রেখে বছর তাদের থিম সবুজায়ন। তৃতীয় স্থানে রয়েছে “আলিগাড়া যুবশ্রী ক্লাব” এ বছর রকমারি আলোকসজ্জায় দর্শকদের মন কেড়েছে তারা।