দিলদার আলী,অয়ন বাংলা, দঃদিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি উচ্ছ বিদ্যালয় প্রাঙ্গনে কুশমন্ডি আই এন টি টি সি ইউ পক্ষে থেকে আলোচনা সভায় করা হয়ে আগামি ১১ জানুয়ারি গঙ্গারামপুর ফুটবল ময়দানে শ্রমিক ইউনিয়নের ডাকে করমি সমাবেশ সম্মেলনে হবে তার প্রস্তুতি সভা করা হল কুশমন্ডি উচ্ছ বিদ্যালয় প্রাঙ্গনে। এদিন উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার আই এনটি সি ইউ সভাপতি মজিরদ্দিন মন্ডল, কুশমন্ডি আই এন টি টি সি ইউ সভাপতি রাজ্জাক হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবী রতন সাহা, দঃদিনাজপুর জেলার নারী শিশু করমধক্য মিঠু জোয়াদ্দার, কুশমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি রেখা রায় এছাড়াও দঃদিনাজপুর জেলার তৃণমূল সহ সভাপতি রিতেশ জোয়াদ্দার কেশব যোশী সহ আরো অনেকেই।।। এদিন আই এন টিটি সি ইউ জেলার সভাপতি মজিরদ্দিন মন্ডল বলেন আগামী ১১ ই জানুয়ারি শ্রমিক সমাবেশ করমি সম্মেলনে হাজার মানুষ যোগদান করবেন তার প্রস্তুতি সভা। কুশমন্ডি ব্লকের আই এন টি টি সি ইউ সভাপতি রাজ্জাক হোসেন জানান আগামী ১১ জানুয়ারি শ্রমিক সমাবেশ করমি সম্মেলনের প্রস্তুতি সভা হলো কুশমন্ডি উচ্ছ বিদ্যালয় প্রাঙ্গনে।।