উত্তর ২৪ পরগনার বারাসাত ডি. আই. অফিসে বিদ্যালয় আংশিক সময় শিক্ষক সংগঠনের স্থায়ীকরণ ও সম্মানিক ভাতা’র দাবীতে ডেপুটেশন প্রদান
আলমগীর মন্ডল, বারাসাত :
আজ উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকারা Secondary জেলা D.I Office এ একটি ৭ দফা দাবী নিয়ে স্মারকলিপি জমা দেন ৷
আজকের কর্মসূচীর প্রথমে ছিল নতুন জেলা কমিটি গঠন, পরবর্তী পর্বে জেলা শিক্ষা ভবনে বা জেলা স্কুল ডি. আই. অফিসে ডেপুটেশন এবং পরিশেষে সাংবাদিক সম্মেলন৷
আংশিক সময়ের শিক্ষক ও শিক্ষিকাদের ৭ দফা দাবিসমৃহ হল :-
১) ৬০ বছর পযর্ন্ত স্থায়ীকরণ করতে হবে।
২) প্রতি মাসে একটি নির্দিষ্ট বেতন কাঠামোতে বেতন দিতে হবে।
৩) অবসরকালীন ভাতা দিতে হবে।
৪) সমকালীন যাদের স্কুল থেকে বাদ দেওয়া হয়েছে তাদের পুনরায় নিয়োগ করতে হবে।
৫) চাকরিতে সংরক্ষণ করতে হবে।
৬) সাস্থ্য সাথী সুরক্ষা প্রদান করতে হবে ৷
৭) শারদ বোনাস দিতে হবে ৷
এই ডেপুটেশন অনুষ্ঠান থেকে জেলা সভাপতি রবিন মন্ডল সাংবাদিকদের বিবৃতি দেন যে, “আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা হিসাবে কর্মরত, এবার আমরা স্থায়ীকরণ চাই” ৷
জেলা সহ-সভাপতি আলমগীর মন্ডল সাংবাদিকদের লিখিত বিবৃতি দিয়ে জানান যে, ” আমরা একাধিক বার রাজ্য সরকারেব বিভিন্ন শিক্ষা দপ্তরে আমাদের স্থায়ীকরণ ও সাম্মানিক ভাতা এর আবেদন করা হলেও সদত্তর পায়নি, সুতরাং আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবো, প্রয়োজনে আইনী লড়াই লড়বো” ৷
জেলা সম্পাদক নূরজ্জামান D.I অফিস থেকে বাহির হয়ে মিডিয়াকে জানান যে, ” ডি. আই স্যার আমাদেরকে আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের সাক্ষাৎ করতে বলেন অথবা স্যার আমাদের ফোন করে জানাবেন বলে আশ্বাস দেন” ৷
পরিশেষে, জেলা সহ- সম্পাদক লাল্টু স্যার জানান যে, ” আগামী শারদ উৎসবে আমাদের বোনাস চাই ” ৷