মুর্শিদাবাদে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ইটভাটা মালিকের
নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা, মুর্শিদাবাদ:ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ইটভাটা মালিক নাম আনিকুল ইসলাম বয়স (৩৫)। বাড়ি বেলডাঙার থানার অন্তর্গত পুলিন্দা গ্রামে,বর্তমানে তিনি হরিহরপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার হোসেনপুর এলাকায়। সূত্রের খবর,ইটভাটায় মাটি গ্যারেজ করার সময় দুর্ঘটনাবশত মাটি বোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।