গভীর অন্ধকার
আনিসুর রহমান
রাজ পথ আজ রক্তাক্ত
কবির কলম আজ স্তব্ধ
প্রতিবাদীর মুখ রক্তে রাঙানো
ক্ষণে ক্ষণে লড়াই
অমাবশ্যার গভীর অন্ধকার ।
বিষণ্ণ মানবতা নগ্ন আধুনিকতা
অশান্ত বাতাসের শোঁ শোঁ শব্দ ।
লাসেরা চুপি চুপি কথা বলে
রাত দুপুরে, রেল লাইনে,মর্গে
বালুচরে তপ্ত দুপুরে আরব বসন্তে।
বুভুক্ষ শিশুর আতর্নাদ
কে দেখে কে শোনে
বয়ে যায় নদীর স্রোত,
বিশ্ব মানবতা ডুকরে কাঁদে।
আধো আধো ল্যাম্পপোষ্টের বাতি
নিশীত রাতের রাত পরি
গোঙানো শব্দের আতর্নাদ
দুর থেকে চেয়ে রয়,অশহায় চোখে
আম জনতা,প্রতিবাদী,বুভুক্ষ মানুষ ।
আমরা যে বড্ড অশহায়।