ওয়েব ডেস্ক:- জমিয়তে আহলে হাদীস পশ্চিম বঙ্গ ও পশ্চিম বঙ্গ ওয়াকফ বোর্ড এবং সারা বাংলা সংখ্যালঘু সকলেই ঈদের সালাত বাড়ীতে পড়ার আবেদন জানিয়েছেন। এবারের মতো করোনা রোধে লখডাউনকে মান্যতা দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইদের নমাজ বাড়িতে থেকে পড়ার নির্দেশ দিল দারুল উলুম দেওবন্দ। এই বিষয়ে রীতিমতো ফতোয়াও জারি করেছে তারা। ইতিপূর্বে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নাকভি থেকে শুরু করে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম। অনেক আগেই রমজানের সময় বাড়িতে নমাজ পড়ার অনুরোধ জানিয়েছেন।
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুখপাত্র আসরফ উসমানি বলেন, দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন চলছে। ভয়াবহ এই পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষকে বাড়িতেই ইদের নমাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদের নামাজ সম্পর্কে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষের প্রশ্নের জবাবে এই ফতোয়া জারি করা হয়েছে।এমনকি শুক্রবারের নামাজ বাড়িতে পড়তে অনুরোধ করা হয়েছে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস যে তাণ্ডব দেখাচ্ছে তার কারণেই এবছর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। যদিও চতুর্থধাপের লকডাউনে কম সংক্রমিত এলাকাগুলিতে কিছু ছাড় দিয়েছে সরকার। কিন্তু ধর্মীয় ও জমায়েত সংক্রান্ত বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।