দঃ দিনাজপুর জেলার গ্ৰামীন সড়ক যোজনা কাজ নিম্নমানের সামগ্রী দেওয়ায় বন্ধ করে দিল গ্রামবাসী

Spread the love

দিলদার আলী , অয়ন বাংলা ,দঃ দিনাজপুর :- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে শ্রীী কৃষ্ণ পুর থেকে ঢাকঢল পযর্ন্ত চার কিলোমিটার বাংলা গ্ৰামীন সড়ক যোজনা কাজ নিম্নমানের হওয়া পাকা রাস্তা কাজ আটকে দিলো গ্ৰামবাসীরা । এদিন কুশুমন্ডি ব্লকে কাকশা নয়াপাড়া একমাত্র রাস্তা দীর্ঘদিন পর পাকা রাস্তা কাজ শুরু হলো দুই কোটি ১০ লক্ষ টাকা বরাদ্ধে। নিম্নমানের সামুগ্ৰীী দিয়ে কাজ কাজ করা অভিযোগ উঠে ঠিকাদার রতন সরকার বিরুদ্ধে।এই প্রসঙ্গে এক গ্ৰামবাসী সামিম হোসেন জানান লকডাউন চলাকালীন বাংলা গ্ৰামীন সড়ক যোজনা পাকা রাস্তা কাজ বন্ধ ছিলো হঠাৎ আজ পাকারাস্তা কাজ শুরু করে দিয়েছে আর নিন্মমানের সামুগ্ৰী দিয়ে পিচ ,কম দেওয়া পাকা রাস্তা ধসে যাচ্ছে তাই আজ পাকা রাস্তা কাজ বন্ধ করেে দিল গ্রামবাসী ।

এইপ্রসঙ্গে এলাকায় বাসিন্দা দইলোদ্দিন আহাম্মেদ জানান সঠিক মেটাল দিয়ে রাস্তায় কাজ যদি না হয়ে বাংলা গ্ৰামিন সড়োক যোযনা কাজ বন্ধ থাকবে । জনান এমন কি ব্লক প্রশাসনকে লিখিত আকরে আভিযোগ জামা দেন। এই প্রসঙ্গে স্থনীয় করঞ্জী গ্ৰাম পঞ্চায়েত সদস্য অজয় চন্দ্র সরকার শ্রীকৃষ্ণপুর ও কাকসা নয়াপাড়া এলাকায় খবর আসেন বাংলা গ্ৰামিন সড়ক যোযনা পাকা রাস্তা খ‍্যাতিয়ে দেখে তিনি জানান এই পাকা রাস্তায় পিচ পরিমাণ খুব কম দেওয়া হচ্ছে তাই গ্ৰামবাসি রাস্তা কাজ বন্ধ করে দেন। এই বিষেয় এলাকার বাসিন্দা রাজু ইসলাম তিনি জানান একটা হাই স্কুল ও অঙ্গনারী কেন্দ্র রয়েছে একটি প্রাথমিক বিদ‍্যালয় রয়েছে এই রাস্তা সঠিক মেটাল দিয়ে কাজ হচ্ছে না পিচ কম দিচ্ছে ঠিকাদার তাই আজ পাকা রাস্তায় কাজ গ্ৰামবাসী সহ পাকারাস্তা কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি পুরা বিষয়টি কুশমন্ডি ব্লক প্রশাসন কে জানানো হয়েছে বলে জানান এলাকায় বাসিন্দা রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.