প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী
পরিমল কর্মকার ,কোলকাতা :- প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী (৮২)। শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতাল থেকে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়।
মোহনবাগান সমর্থকদের কাছে প্রবাদপ্রতিম ফুটবলার চুনী গোস্বামী ছিলেন নয়নের মনি। সেই ষাটের দশকের ফুটবলার চুনী এখনও সমাদৃত ছিলেন ভারতের ক্রীড়া জগতে। উল্লেখ্য, তিনি কোনও দিন দল বদল করেন নি। আগাগোড়াই তিনি ছিলেন মোহনবাগানের খেলোয়াড়। খেলোয়াড় জীবনে তিনি ফুটবল ও ক্রিকেটে দক্ষতার পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, ফুটবল ও ক্রিকেটে তিনি ছিলেন একজন জাতীয় খেলোয়ার। টেনিসেও তিনি ছিলেন পারদর্শী। ১৯৬২ সালে ভারতের় অলিম্পিক ফুটবল দলে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের ক্রীড়া মহলে সহ সর্বস্তরে।