*বাড়ছে ইমামদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা, বোর্ডের নানা অনিয়ম নিয়ে সোচ্চার কামরুজ্জামান*
নিজস্ব সংবাদদাতা:- ইমাম মুয়াজ্জিন সাহেবদের লাইফ সার্টিফিকেট নিয়ে নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার সংখ্যালঘু যুব ফেডারেশন। বৃহস্পতিবার সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বিভিন্ন জেলার ইমাম সাহেবদের সঙ্গে নিয়ে ওয়াকফ বোর্ডে প্রতিবাদ জানান এবং স্মারকলিপি জমা দেন। বাধ্য হয়েই বোর্ডের চেয়ারম্যান বিধায়ক আব্দুল গনি কথা দেন লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার ক্ষেত্রে তিনি 31 জানুয়ারি 2022 পর্যন্ত সময়সীমা বর্ধিত করবেন এবং পূর্বের ন্যায় পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের কলাম লাইফ সার্টিফিকেটে সংযোজন করবেন। বোর্ডে আলোচনার সময়ে প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান সাহেব উপস্থিত ছিলেন।
এদিন বিভিন্ন ব্লক থেকে আগত ইমাম সাহেবরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ করেন লাইফ সার্টিফিকেট স্বাক্ষর করাতে তাদের কাছে শত শত টাকা দাবি করা হচ্ছে।
ইমাম সাহেবদের কাছে টাকা চাওয়া হচ্ছে এই বক্তব্য শুনে প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান সাহেব ক্ষোভ প্রকাশ করেন।
মুহাম্মদ কামরুজ্জামান ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে বলেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে ইমাম সাহেবদের লাইভ সার্টিফিকেটে স্বাক্ষর করাতে টাকা দিতে হচ্ছে। ভাতা প্রদান বিষয়ে ওয়াকফ বোর্ডে নানা সময়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে ইমাম সাহেবরা নানা সময়ে নানা স্থানে হেনস্তার শিকার হচ্ছেন। এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কাউন্সিলের মাওলানা মুন্সি শাজাহান, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অরগানাইজেশনের হাফেজ আব্দুল্লাহ সরদার, মাওলানা জয়নুল হক, মাওলানা আজিমুসশান মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন