জলপাইগুড়ি জেলায় ওয়াকফ সম্পত্তিতে বিজেপির পার্টি অফিস উচ্ছেদ করার দাবি
অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের
ইমাম সাফী :- জলপাইগুড়িতে ওয়াকফ এর জমিতে অবৈধভাবে বিজেপির পার্টি অফিস নির্মাণের তীব্র প্রতিবাদ জানাই। তৃণমূল পরিচালিত জেলায়, মুসলিমদের ওয়াকফ কৃত সম্পত্তিতে অবৈধভাবে বিজেপির পার্টি অফিস নির্মাণ হওয়াই অল ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, রাজ্য সরকারের উপস্থিতিতে এবং তাদের দ্বারা পরিচালিত জেলায় বিজেপির পার্টি অফিস নির্মাণ হয় কিভাবে? তাহলে কি ভেবে নেব যে, বিজেপি বিস্তারের ক্ষেত্রে তৃণমূল সরকারের মৌন সমর্থন আছে? যদি তা না হয়, তাহলে তাদের উচ্ছেদের উদ্যোগ নিচ্ছে না কেন? ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি। সেই সম্পত্তি জবরদখল, বিক্রয় এবং যেকোনো নির্মাণ সম্পূর্ণ বেআইনি। তারপরেও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নির্মাণ হয় কিভাবে। অবিলম্বে ওয়াকফ সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ বিজেপির পার্টি অফিস উচ্ছেদের ব্যবস্থা সরকারকে নিতে হবে। অল ইন্ডিয়া কাউন্সিল পশ্চিমবঙ্গ শাখা মাননীয় মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। অবিলম্বে উচ্ছেদের ব্যবস্থা না নিলে রাজ্যব্যাপী আইনি পদক্ষেপ সহ বৃহত্তর আন্দোলনে নামবে অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল পশ্চিমবঙ্গ ।