মহাঅষ্টমীতে অনলাইন ভোগ বিতরণের পর এখন সারা ব্যাঙ্গালোর জুড়ে খিচুড়ির চাহিদা তুঙ্গে
পরিমল কর্মকার (কলকাতা) : পুজোতে মহা-অষ্টমীর দিন ভোজন তৃপ্তি এবং ফুডফান’এর উদ্যোগে সারা ব্যাঙ্গালোর জুড়ে অনলাইন অর্ডারের মাধ্যমে ভোগের পরিবর্তে বিনামূল্যে খিচুড়ি বিতরণ করা হয়েছিল। সেই ভোগের স্বাদ পেতে এখন সারা ব্যাঙ্গালোর জুড়ে খিচুড়ির চাহিদা তুঙ্গে।
সংস্থার অন্যতম কর্ণধার ক্যামেলিয়া মজুমদার জানান, বাঙালির মহোৎসব দুর্গাপূজাতে ব্যাঙ্গালোর-বাসীদের কাছে এবার ভোগের দেখা প্রায় মেলেনি বললেই চলে। তাছাড়া কোবিদ’এর কারণে অধিকাংশ পুজোই হয়েছে ছোট্ট পরিসরে। তাই তারা অষ্টমী পুজোর দিন বিনামূল্যে অনলাইন অর্ডারের মাধ্যমে প্রায় ২৫০০ জন মানুষকে খিচুড়ি বিতরণ করেছেন।
এইসঙ্গেই তিনি বলেন, কোবিদের সমস্ত গাইড লাইন ও রীতিনীতি মেনেই খিচুড়ি বিতরণ করা হয়েছিল। স্বভাবতই অষ্টমীর ভোগের স্বাদ পেতে এখন সারা ব্যাঙ্গালোরে খিচুড়ির চাহিদা তুঙ্গে। অনেকেই এখনও অনলাইনে খিচুড়ি পেতে আবদার করে চলেছেন। কিন্তু “ফুডফান” কতৃপক্ষ এখন নিরুপায় কারণ এখন তারা আর ব্যাঙ্গালোর-বাসীদের আবদার রাখতে পারছেন না, বলে জানান তিনি।